রাজশাহীতে শতাধিক ভাস্কর্য চুরমার
ফের মৌলবাদী হামলা বাংলাদেশে। তবে এবার মানুষের ওপর নয়, ভাস্কর্যের ওপর। একশোর বেশি ভাস্কর্য উপড়ে ফেলা হল। এবারের ঘটনা ঢাকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
চারুকলা বিভাগের সামনে অন্তত একশো ভাস্কর্য ছিল। প্রাক্তন ও বর্তমান ছাত্ররা নানা সময়ে তা নির্মাণ করেছিলেন। বিখ্যাত শিল্পীদের তৈরি করা ভাস্কর্যও ছিল এর সঙ্গে। এই ভাস্কর্যগলির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে ছিল। মঙ্গলবার সকালে দেখা যায়, সেগুলো ভাঙাচোরা অবস্থায় এদিক–ওদিক ছড়িয়ে আছে। কয়েকটি ভাস্কর্যের ভগ্নাবশেষ শিক্ষকদের ঘরের সামনে ছড়ানো আছে। সকালে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা প্রথম দেখতে পান। তাঁরা কর্তৃপক্ষকে খবর দেন। সূত্রের দাবি, সোমবার রাতে এই ভাস্কর্যগুলি ভাঙা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও জানা যায়নি। বিশ্ববিদ্যালয় চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি থানায় জানানোও হয়েছে। বিভিন্ন মহল থেকে এই ঘটনার ধিক্কার দেওয়া হচ্ছে।