চলতি বোরো মৌসুমে কেজি চালের ৩৪ টাকা ও ধানের ২৪ টাকা কিনবে সরকার
সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকের এ তথ্য জানান। এবার মোট সংগ্রহের মধ্যে ৭ লাখ টন থাকছে ধান, যা কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হবে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, আগামী ২ মে থেকে শুরু হয়ে এ ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এবার ৮ লাখ টন বোরো চাল কেনা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘৮ লাখ টন বোরোর মধ্যে এক লাখ টন আতপ চাল। আতপ চালের প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা।’ Â
গত বছর বোরোতে ১৩ লাখ টন ধান-চাল সংগ্রহ করে সরকার। এরমধ্যে ৭ লাখ টন ধান ও ৬ লাখ টন চাল সংগ্রহ করা হয়। সংগ্রহ মূল্য ছিল প্রতি কেজি চালের ৩২ টাকা ও ধানের ২৩ টাকা।
এছাড়া এক লাখ টন গম সংগ্রহ করা হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রতি কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা। আগামী ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে।’