ময়মনসিংহের ৬ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ছয় রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গ্রেফতারি পরোয়ানা জারির পক্ষে শুনানি করেন প্রসিকিউটর শাহিদুর রহমান ও রেজিয়া সুলতানা চমন। এসময় আসামি পক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ন ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।
পরে রেজিয়া সুলতনা চমন সাংবাদিকদের বলেন, এ মামলার মোট আসামি ১১ জন। এরমধ্যে পাঁচজন গ্রেফতার আছেন, বাকি ছয়জন পলাতক। পলাতক আসামীদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আজ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এ মামলার গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন- মো. খলিলুর রহমান, মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. রইছ উদ্দিন, আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন। এ মামলায় ময়মনসিংহের গফরগাঁওয়ের ১১ জনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় সাধুয়া ও টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের মতো যুদ্ধাপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়।