আগামী সংসদ নির্বাচনে দলকে বিজয়ী করতে বিবাদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ---সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করা যায়। আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করার লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আজ রবিবার দুপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রতিনিধি সভার প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদ
ক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত
নারী আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, কেন্দ্রীয় নেতা এস.এম কামাল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী, সহসভাপতি বাবলু বিশ্বাস, অ্যাড. মিয়াজান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সাংগাঠনিক সম্পাদক আয়ূব হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাসসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক
আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস সফল করার লক্ষ্যে সকল নেতা-কর্মীকে এক সাথে কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। এছাড়াও ১৭ এপ্রিল সামনে রেখে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়।