ইসরাইলের ড্রোন থেকে আগাছা এবং কীটনাশক বিষাক্ত ওষুধ ছিটিয়ে ফিলিস্তিনিদের শস্যক্ষেত্রে ব্যাপক ক্ষতি করছে। গাজা উপত্যকার পূর্বাঞ্চলে এসব তৎপরতা চালাচ্ছে ইসরাইল।
ফিলিস্তিনি কৃষকরা বলছেন, ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা চৌকিগুলোর আশেপাশে তরমুজ, গমসহ শস্যখেতের ওপর এসব ওষুধ নির্বিচারে ছিটিয়ে দেয়া হচ্ছে।
নিরাপত্তা চৌকিগুলোর আশেপাশে গাছ-গাছড়া মেরে ফেলে চারপাশে পরিষ্কারভাবে দেখার অজুহাতে এ ব্যবস্থা নিচ্ছে ইসরাইল। কিন্তু নিরাপত্তা চৌকি থেকে বহুদূরের শস্যখেত বা গাছগাছড়ার ওপর এসব ওষুধ ছিটানো হচ্ছে। এতে ফিলিস্তিনি নিরীহ কৃষকদের ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে।
গত জানুয়ারি মাসে খান ইউনুসে এ ধরণের ঘটনা ঘটেছে। শস্যখেতের ওপর রাসায়নিক ওষুধ ছিটানো ছাড়াও তা জ্বালিয়ে দিয়েছিল ইহুদিবাদী ইসরাইল।
গাজার কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এসব তৎপরতা বন্ধে তারা বহুবার মানবাধিকার গোষ্ঠীগুলোর শরণাপন্ন হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের এসব তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। অবশ্য ইহুদিবাদী ইসরাইল এসব মানবিক আহ্বান আমলে নেয়নি বরং দাবি করেছে, তারা কেবল আগাছা ও গাছগাছড়া সাফ করার কাজ করছে।
তিনি আরো অবরুদ্ধ গাজার ৩০ শতাংশ কৃষিজমি এমন সব এলাকায় অবস্থিত সেখানে ইসরাইলিরা রাসায়নিক দ্রব্য ছিটিয়েছে।#