কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর রেপ্লিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন --প্রতিমন্ত্রী তারানা হালিম
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর রেপ্লিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম রেপ্লিকাটি হস্তান্তর করেন।
২০১৫ সালের ১২ নভেম্বর বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ফ্রান্সের থ্যালেস এলেনিয়া স্পেসের সঙ্গে চুক্তি করে বিটিআরসি। স্যাটেলাইট নির্মাণের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৯৬৭ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ এক হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা। বাকি টাকার জোগান দেবে থ্যালেস। স্যাটেলাইটটি উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি স্পেসএক্স।
এর আগে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ২০১৭ সালের ১৬ ডিসেম্বর মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে।
-