Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিরিয়াকে ফের হুঙ্কার মার্কিন বিদেশসচিবের





সিরিয়াকে ফের হুঙ্কার মার্কিন বিদেশসচিবের

  সিরিয়ায় আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে টানাপোড়েন থামার নাম নেই। ফের সিরিয়া ও রাশিয়ার উদ্দেশে পরোক্ষে হুঙ্কার দিয়ে রাখলেন আমেরিকার বিদেশ সচিব রেক্স টিলারসন। তিনি বলেছেন, ‘‌বিশ্বের যে কোনও জায়গায় নিরপরাধ মানুষের ওপর কেউ আঘাত করলে আমেরিকার কাছে হামলাকারীদের জবাবদিহি করতে হবে।’‌ জি–৭ এর বিদেশমন্ত্রীদের এক বৈঠকে বসার আগে এই মন্তব্য করেছেন টিলারসন। মনে করা হচ্ছে, এই বৈঠকেই  রাশিয়ার ওপরে চাপ দেওয়া হবে যাতে তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ওপর থেকে সমর্থন তুলে নেয়। টিলারসন আরও বলেন, ‘‌বিশ্বের যে কোন জায়গাতেই হোক না কেন, নিরীহ মানু্ষের ওপরে যারা অত্যাচার করবে, আমেরিকা তাদের বিচার করবে।’‌ রাশিয়ার বিরুদ্ধে তাঁর তোপ, ‘‌বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা খান শেখুন শহরে রাসায়নিক হামলা চালানোর সময় আসাদকে থামাতে পারেনি রাশিয়া। সেই হামলায় ৮৯ জন নিহত হন। তখন রাশিয়া কী করছিল?‌ সিরিয়ায় আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, আইএস–কে পরাজিত করা। আমেরিকা সেটাই করে যাবে। কারণ আইএস মানবতার পক্ষে অভিশাপ।’‌






«
Next
Newer Post
»
Previous
Older Post