স্টকহলম স্মরণে অন্ধকার আইফেল
সুইডেনের স্টকহলমে জঙ্গি হামলার ঘটনায় শুক্রবার মধ্যরাতে প্যারিসের আইফেল টাওয়ারের আলো নিভিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সাড়ে ছ’টা নাগাদ স্টকহলমে কুইন স্ট্রিটের ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়ে বেপরোয়া গতির ট্রাক। ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৪ জনের। আহত ১৫ জন। এই ঘটনায় প্রধানমন্ত্রী স্টিফেন সংবাদমাধ্যমকে জানান, ‘সুইডেন আক্রান্ত হয়েছে। এটি অবশ্যই নাশকতার হামলা।’ এই সপ্তাহে দ্বিতীয়বার আইফেল টাওয়ারের আলো নিভিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হল। মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ৫০ জন নিহতর ঘটনায় আইফেল টাওয়ারের আলো নিভিয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল।
এদিকে সুইডিশ পুলিস ঘাতক লরির মধ্য থেকে সন্দেহজনক একটি যন্ত্র উদ্ধার করেছে। যন্ত্রটি চালকের আসনে ছিল। তবে এটা বিস্ফোরক কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রযুক্তিগত তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার হবে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত সন্দেহভাজন ব্যক্তি উজবেকিস্তানের। তার বয়স ৩৯ এবং সে কোনও সুরক্ষা পরিষেবা সংস্থার সঙ্গে জড়িত। হাইজ্যাক করা ট্রাকটি সেন্ট্রাল স্টকহলমের একটি ডির্পাটমেন্টাল স্টোরে ঢুকে পড়ে। এই হামলায় ৪ জন নিহত হন এবং ১ শিশু সহ ১০ জন হাসপাতালে ভর্তি। যাদের মধ্যে ২ জন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে রয়েছেন। পুলিস মনে করছে, এই নাশকতার ঘটনার পিছনে অন্য কেউ রয়েছে। পুলিস জানায়, ‘আমাদের মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত।’
সন্দেহভাজন ব্যক্তি আদৌ সুইডেনের বাসিন্দা কিনা তা নিয়ে ধন্দে পুলিস।