Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গণভোটের ফলাফল বাতিলের দাবি জানাল তুরস্কের প্রধান বিরোধীদল






গণভোটের ফলাফল বাতিলের দাবি জানাল তুরস্কের প্রধান বিরোধীদল

সিএইচপি’র ডেপুটি চেয়ারম্যান বুলেন্ত তেজকান
তুরস্কে রোববার অনুষ্ঠিত গণভোটের ফলাফল বাতিলের দাবি জানিয়েছে দেশটির প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপি। ওই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে যার ফলে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিরঙ্কুশ ক্ষমতা পেতে যাচ্ছেন।

প্রধান বিরোধীদল সিএইচপি’র ডেপুটি চেয়ারম্যান ‘বুলেন্ত তেজকান’ আঙ্কারায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা খবর পেয়েছেন জনগণকে পর্দার আড়ালে গিয়ে ভোট দেয়ার সুযোগ দেয়া হয়নি; যার কারণে তারা সবার সামনে ‘হ্যাঁ’ ভোট দিতে বাধ্য হয়েছেন। এ  ছাড়া, কোনো কোনো স্থানে ব্যালট পেপার গোপনে গণনা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

নির্বাচন কমিশন শেষ মুহূর্তে সিল না মারা ব্যালট পেপারকে বৈধ বলে যে ঘোষণা দিয়েছে তাকে আইন-পরিপন্থি বলে মন্তব্য করেন  তেজকান।  তিনি বলেন, “এই মুহূর্তে এটা বলা সম্ভব নয় যে, এ ধরনের কতো ভোট গণনা করা হয়েছে এবং কতো ব্যালটে পরে সিল মারা হয়েছে।  ঠিক এ কারণেই এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জনগণের উদ্বেগ প্রশমনের একমাত্র উপায় এই গণভোটের ফলাফল বাতিল করা।”

রোববার রাতে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের পক্ষ থেকে ঘোষিত ফলাফল নির্বাচনি বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে এর বিরুদ্ধে সংশ্লিষ্ট দেশীয় এবং আন্তর্জাতিক আদালতগুলোর শরণাপন্ন হবেন বলেও হুমকি দিয়েছেন সিএইচপির এই নেতা।

রোববার তুরস্কে অনুষ্ঠিত গণভোটে দেশটির ৫১.৫ শতাংশ ভোটার হ্যাঁ ভোট দিয়েছেন বলে ওইদিন রাতে ঘোষণা করেন প্রেসিডেন্ট এরদোগান। পার্লামেন্টারি শাসনব্যবস্থা থেকে প্রেসিডেন্ট পদ্ধতির শাসনব্যবস্থায় যাওয়ার ব্যাপারে সংবিধানের ১৮টি ধারা সংশোধন প্রশ্নে ওই গণভোট অনুষ্ঠিত হয়। তুরস্কের বিরোধীদলগুলো অভিযোগ করছে, নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী করার জন্যই এরদোগান এ গণভোট দিয়েছেন।#







«
Next
Newer Post
»
Previous
Older Post