Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি---ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার





হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি' - এই বক্তব্য দিয়ে তোপের মুখে ট্রাম্পের মুখপাত্র


দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি - এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার।

তবে তিনি নিজের ভুল স্বীকার করে বলেছেন যে গণহত্যা নিয়ে এ ধরনের মন্তব্য করাটা ছিল অসংবেদনশীল এবং অনুপযুক্ত।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সকলের কাছে এ বিষয়ে ক্ষমা চান।

এর আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলন চলাকালে শন স্পাইসার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে হিটলারের তুলনা করেন এবং সিরিয়া সরকারের ওপর রাশিয়ার সমর্থন নিয়েও সমালোচনা করেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি রাসায়নিক হামলার বিষয়টি এনে বলেন, "দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেননি"।

কিন্তু এ বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠে।

সংবাদ সম্মেলনে মি. স্পাইসারের এ বক্তব্য সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন এবং তার কাছে ব্যাখ্যাও দাবি করেন।

অনলাইনেও এ বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

সেনেটর বেন কার্ডিন টুইটারে লেখেন, " হিটলারের আমলের সম্পর্কে জানার জন্য প্রেস সেক্রেটারিকে নতুন করে ইতিহাস পড়াতে হবে"।

মি. স্পাইসারকে তার পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বানও জানিয়েছে আনা ফ্রাঙ্ক সেন্টার।







«
Next
Newer Post
»
Previous
Older Post