মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরিতে ইরান উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
বুধবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রেক্স টিলারসন বলেন, 'ইরান উস্কানির মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থকে হেয় করছে।'
তিনি সতর্ক করে বলেন, 'ইরানকে এখনই বাধা না দিলে তারাও উত্তর কোরিয়ার মতো হয়ে উঠতে পারে।'
ইরানের পরমাণু সমৃদ্ধ হওয়ার আকাঙ্ক্ষাকে গোটা বিশ্বের জন্য হুমকি উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'তেহরান মানবাধিকার লংঘনে রেকর্ড গড়েছে। বিশ্ব দেখছে, তারা ওই অঞ্চলের জন্য কতটা হুমকি হয়ে উঠেছে।'
এ সময় তিনি জানান, ইরান ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অব্যাহতভাবে সহায়তা করছে এবং আরবীয় গালফ অঞ্চলের জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে।
তিনি আরও জানান, তেহরান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখতে অর্থায়ন ছাড়াও সৈন্য পাঠিয়ে যুদ্ধ করছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
এদিকে, রেক্স টিলারসনের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পরই সৌদি সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইরানকে দায়ী করেছেন।
তিনি বলেছেন, 'যুক্তরাষ্ট্র মনে করে, মধ্যপ্রাচ্যের সব সমস্যার মূলেই ইরান। দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে এবং এই অঞ্চলে মার্কিন স্বার্থ ক্ষুণ্ন করছে।'
সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইয়েমেনে হুথি বিদ্রোহী দমনের নামে দিনের পর দিন বিমান হামলা করে যাচ্ছে। এতে অনেক বেসামরিক নাগরিকও প্রাণ হারাচ্ছে।
জিম ম্যাট্টিসের মতে, ইয়েমেনে অস্থিতিশীলতার জন্যও দায়ী ইরান।
ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বারাক ওবামা প্রশাসনের করা পরমাণু চুক্তি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলাটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থবিরোধী হয়েছে কি না তাও খতিয়ে দেখতে বলেছেন ট্রাম্প।
যদিও যুক্তরাষ্ট্র স্বীকার করছে, ২০১৫ সালের ওই চুক্তি ইরান পুরোপুরি মেনে চলেছে।
তবে যুক্তরাষ্ট্রের এসব বক্তব্যের কোনো জবাব এখন পর্যন্ত ইরানের দিক থেকে পাওয়া যায়নি।