টাইম-এর বিচারে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় মোদি
সারা বিশ্বে যাঁদের কাজ প্রভাব ফেলেছে এরকম ব্যক্তিদেরই স্বীকৃতি দেয় টাইম ম্যাগাজিন। বিশ্বসেরার এই তালিকার জন্য বছরভর অপেক্ষা থাকে। এর আগে জনতার বিচারে সেরার স্বীকৃতি পেয়েছিলেন মোদি। এবারও শীর্ষ ব্যক্তিদের মধ্যে সসম্মানেই থাকলেন তিনি। তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রমুখ বিশ্বের তাবড় নেতারা।
নেতা, শিল্পী এরকম আলাদা আলাদা বিভাগে বেছে নেওয়া হয়েছে সেরা ব্যক্তিত্বদের। সেখানে নেতার তালিকায় উজ্জ্বল মোদি। তাঁর সম্পর্কে যা লেখা হয়েছে, তাতে ভূয়সী প্রশংসা করা হয়েছে তাঁর জনসংযোগের। জানানো হয়েছে, টুইটার ব্যবহার করে তথাকথিত মিডিয়াকে সরিয়ে রেখেও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছেন মোদি। এককালে মুসলিম বিরোধী তকমায় ও হিংসায় যুক্ত থাকার অভিযোগ তাঁকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয়নি। সে পর্ব কাটিয়ে নিজেকে নতুন করে মেলে ধরেছেন ‘হিন্দু জাতীয়তাবাদী’ মোদি। প্রধানমন্ত্রীর কর্মপদ্ধতি থেকে নীতি, জনসংযোগ থেকে বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা ছড়িয়েছে টাইম ম্যাগাজিনের পাতায় পাতায়।
সেরার তালিকায় জায়গা করে নিয়েছেন আরও এক ভারতীয়। তিনি পেটিএম-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা। ছোট এক শহর থেকে যেভাবে তাঁর উত্থান হয়েছে তা নজর কেড়েছে গোটা বিশ্বের। একদা হিন্দি মিডিয়ামে পড়াশোনা করা বিজয়শেখরই মোবাইল অ্যাপের দুনিয়ায় বিপ্লব এনেছেন। এমনকী ভারত যখন ডিজিটাল লেনদেনের দিকে ঝুঁকছে, তখন ক্যাশলেস ইকোনমিকে অনেকটাই গতি দিয়েছে তাঁর এই প্রয়াস। যুগের সঙ্গে তাল মিলিয়ে মোবাইল দুনিয়াকে যেভাবে তিনি প্রভাবিত করেছেন, তাই-ই কুর্নিশ আদায় করেছে গোটা বিশ্বের