মলিন হয়ে যাচ্ছে তাজমহল। সেই মলিনতা ঘোচাতে কাদা দিয়ে বিশেষ থেরাপি চলছে সেখাতে। এতে নাকি অনেকটাই শ্বেতশুভ্র হয়েছে, ঔজ্জ্বল্যও অনেকটাই ফিরেছে। রাজ্যসভায় তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা। তাঁদের অভিযোগকে উড়িয়ে দিয়ে সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা জানান, তাজমহলের মাড থেরাপির কথা। মুলতানি মাটি লেপে দেওয়া হচ্ছে তাজমহল। তাতে নাকি শ্বেত পাথরের হলদেটে ভাব অনেকটাই কমে গিয়েছে। প্রায় চার দফায় এই থেরাপি হয়ে গিয়েছে। জাতীয় পরিবেশ প্রযুক্তি গবেষণা সংস্থার তত্ত্বাবধানে চলছে সংরক্ষণের কাজ।
সংস্কৃতিমন্ত্রী আরও জানান, সৌন্দর্য বাড়াতে তাজমহল সংলগ্ন যমুনার জল বাড়ানোর অনুরোধ করা হয়েছে সেচ দপ্তরকে। শীঘ্রই সে কাজ শুরু হয়ে যাবে। সরকারেরর পুরাতত্ত্ব বিভাগও এই প্রস্তাবে অনুমতি দিয়েছে। উত্তর প্রদেশ সরকারকে এই বিষয়ে উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী।