বাংলাদেশের প্রায় ৯ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করছে ফেসবুক!
গত তিন দিন ধরে চলছে এই অপারেশন৷ কাকপক্ষীতে টের পেয়েছে কিনা জানা নেই৷ তবে ফেসবুক নিজের কাজ করে গিয়েছে৷ নিজেদের নেটওয়ার্ক থেকে সাসপেন্ড করে দিয়েছে প্রায় ৯ লক্ষ অ্যাকাউন্ট৷
কিন্তু, হঠাৎ এমনটা কেন করল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা? কারণ এই সমস্ত অ্যাকাউন্টগুলিই ছিল নকল অর্থাৎ জাল অ্যাকাউন্ট৷ আর সব ক’টি অ্যাকাউন্টই বাংলাদেশের৷ শোনা গিয়েছে, বাংলাদেশ সরকারের তরফেই মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠিত সংস্থায় অনুরোধ গিয়েছিল৷ যাতে বলা হয়েছিল, সাড়ে তিন কোটিরই বেশি বাংলাদেশি মানুষ ফেসবুকের সঙ্গে জড়িত৷ তবে এর মধ্যে অন্তত তিন শতাংশই জাল অ্যাকাউন্ট৷ যাদের দৌরাত্ম দিনের পর দিন বেড়ে চলেছে৷ জানানো হয়েছিল, এই জাল অ্যাকাউন্টের মাধ্যমেই বাংলাদেশে সন্ত্রাসমূলক বার্তা ছড়াচ্ছে জঙ্গিরা৷ উগ্র সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে৷ ভিন্ন সম্প্রদায়ের মানুষদের একে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করছে৷ আর সেই সঙ্গে সাধারণ মানুষের নাম ও ছবি ব্যবহার করেও অনৈতিক কাজ করা হচ্ছে৷
এই সমস্ত কারণের জন্যই ফেসবুকের কাছে সমস্ত ‘ফেক’ অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন জানানো হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে৷ তাই গত তিন দিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ফেসবুক৷ কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে যদি আসল অ্যাকাউন্ট থেকে যায়? তাহলে কী হবে? ভয় পাওয়ার কিছু নেই৷ প্রত্যেকটি অ্যাকাউন্টের তথ্যগুলি খতিয়ে দেখবে ফেসবুকের বিশেষ দল৷ তারপর যদি দেখা যায় অ্যাকাউন্টটি আসল এবং তা থেকে কোনও অনৈতিক কাজ করা হয়নি৷ তাহলে সঙ্গে সঙ্গে চালু করে দেওয়া হবে অ্যাকাউন্ট গুলি৷ আর এই প্রক্রিয়ায় আপাতত তালিকাভুক্ত করা হয়েছে বাংলাদেশের অ্যাকাউন্টগুলিই৷ তাও যাতে জাল বা নকল অ্যাকাউন্টের হাত থেকে সুরক্ষিত রাখা যায় ভারচুয়াল জগতের বাসিন্দাদের শুধু সেকারণেই৷