গির্জায় হামলা: মিশরে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা
রোববার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট সিসি
মিশরে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের দ্বৈত বোমা হামলার জের ধরে দেশটিতে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি রোববার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে জরুরি অবস্থার কথা ঘোষণা করেন।
তিনি বলেন, প্রয়োজনীয় আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করে জরুরি অবস্থা কার্যকর করা হবে। এই অবস্থা তিন মাস বহাল থাকবে। দেশের নিরাপত্তার স্বার্থে এবং অন্য কারো হস্তক্ষেপ থেকে মিশরকে বাঁচাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
সিসি বলেন, যারা রোববারের হামলায় জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দেয়া হবে নিরাপত্তা বাহিনীর প্রধান কাজ।
এ ছাড়া, মিশরে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনেরও খবর দিয়েছে তিনি। সন্ত্রাসীদের দমন এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় সব ক্ষমতা এই কমিটিকে দেয়া হয়েছে বলে জানান মিশরের প্রেসিডেন্ট।
এর আগে রোববার মিশরের তান্তা শহরের সেন্ট জর্জেস গির্জায় শক্তিশালী বোমা হামলায় ২৭ জন নিহত ও ৭৮ জন আহত হয়। এর কয়েক ঘন্টা পর মিশরের খ্রিস্টানদের ঐতিহাসিক শহর আলেক্সান্দ্রিয়ার একটি গির্জায় এক সন্ত্রাসীর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ এসব হামলার দায় স্বীকার করে এ ধরনের আরো হামলা চালানোর হুমকি দিয়েছে।#