তলোয়ার’ নিয়ে আমেরিকা প্রস্তুত: বিমানবাহী রণতরী থেকে হুমকি দিলেন পেন্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়াকে হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা ‘তলোয়ার’ নিয়ে প্রস্তুত হয়ে আছে। প্রচলিত বা পরমাণু বোমা ব্যবহার হলে তার ব্যাপক জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
জাপানের টোকিও উপসাগরের ইকোসুকা মার্কিন ঘাঁটিতে বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান থেকে দেয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে আমেরিকা সব সময়ই শান্তি চায়। তবে ঢাল ও তলোয়ার নিয়ে আমেরিকা প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা করেন তিনি।
আমেরিকা তার মিত্রদের এবং চীনকে নিয়ে উত্তর কোরিয়ার ওপর আরো কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ দেবে বলেও ঘোষণা করেন তিনি। পাশাপাশি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকা তার উপস্থিতি জোরদার করবে বলেও ঘোষণা করেন তিনি।#