Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুর জেলার মেহেরপুর সদর. গাংনী, মুজিবনগর সহ তিন্ উপজেলার টুকরো খবরগুলো দেখুন ///// আপনী ও শেয়ার করুন





মেহেরপুর জেলার মেহেরপুর সদর. গাংনী, মুজিবনগর সহ তিন্ উপজেলার টুকরো খবরগুলো দেখুন ///// আপনী ও শেয়ার করুন

 সুমন/রিপন/খোকন//

মেহেরপুরে স্বামী নিগমানন্দ সরস্বতীদেব প্রবর্ত্তিত জেলা ভক্ত সমিলনী
  শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের মহাপ্রয়াণ দিবস উপলক্ষে সদগুরু পরমহংস পরিব্রাজকাচায্য শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ সরস্বতীদেব প্রবর্ত্তিত জেলা ভক্ত সমিলনী  রোববার মেহেরপুর শ্রী শ্রী শিবালয়সারস্বত আশ্রমে অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা ১৩তম বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭ টা থেকে রবিবার দিনব্যাপি মেহেরপুর শ্রী শ্রী শিবালয় সারস্বত আশ্রমে মঙ্গল ঘট স্থাপন, মঞ্চে শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রীবিগ্রহ স্থাপন, আবাহ সংগীত, পূজা আরতি, স্তোত্র-বন্দনা, প্রার্থনা, বারের গান ও ভক্ত সস্মিলনীর শুভ উদ্বোধনী এবং শুভ অধিবাস সম্বন্ধনীয় আলোচনা শেষে জয়গুরুর মহানাম কীর্তন এর মাধ্যমে শুভ অধিবাস কৃত্যাদির সমাপ্তি ঘটে।
মেহেরপুর জেলা ভক্ত সম্মিলনী উদযাপন কমিটির সভাপতি শ্রীমৎ স্বামী অখন্ডানন্দ সরস্বতী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রমেশচন্দ্র নাথ রায়, সদস্য কার্ত্তিক চন্দ্র মল্লিক, প্রকৌশলী নব কুমার দাস, মাধব চন্দ্র ভাষ্কর প্রমুখ। অনুষ্ঠান শেষে সেখানে প্রসাদ বিতরণ করা হয়।

 মাশরাফি কে ফিরিয়ে আনার  মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভক্তরা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জার টি-২০ ক্রিকেট থেকে অবসর ভেঙে দলের ফিরে আসার দাবিতে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভক্তরা।
 রবিবার দুপুর সাড়ে ১১ টার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
 মানববন্ধনে বক্তব্য রাখেন অক্সফোর্ড কিন্ডার গার্টেনের পরিচালক জানে আলম, সাংবাদিক মুজাহিদ মুন্না, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন, জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম, সংগঠক মোহাইমিনুর রহমান আবির, মাসুম জামান প্রমুখ।
 মানববন্ধনে বক্তরা মাশরাফিকে টি-২০ ক্রিকেট থেকে অবসর ভেঙে দলের ফিরে আসার অনুরোধ করেন। সেই সাথে তাকে দলের ফিরিয়ে আনার জন্য বিসিবির হস্তক্ষেপ কামনা করেন।


মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
 সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী।



মেহেরপুর জেলার তিন থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৫ জনকে আটক করেছে পুলিশ।
  রবিবার ভোর পর্যন্ত সদর, গাংনী ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতদের মধ্যে জিআর (জেনারেল রেজিষ্টার্ড) মামলায় ১৭ জন, সিআর (কোর্ট রেজিষ্টোর্ড) মামলায় ৬ জন, নিয়মিত মামলায় ৯ জন এবং ৩৪ ধারায় ৩ জন রয়েছে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবিব জানান, বিশেষ অভিযানে আটকৃতদের রবিবার আদালতে পাঠানো হবে

  মাশরাফি কে ফিরিয়ে আনার দাবিতে গাংনীতে মানববন্ধন
  আন্তজার্তিক টি ২০ ক্রিকেটে থেকে অবসরে যাওয়ার ঘোষনা দেওয়ার পর থেকে ক্ষুদ্ধ হয়ে পড়েছে মাশরাফি বিন মর্তুজার ভক্ত বৃন্দ। আবার টি ২০ ম্যাচে ফিরে  আসার দাবিতে সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীর তেরাইল বাজারে মানববন্ধন ও পদযাত্রা করেছে মাশরাফি বিন মর্তুজার ভক্ত বৃন্দ। তেরাইল ক্রিকেট ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও পদযাত্রায় ক্ষুদে ক্রিকেটার সহ বৃদ্ধরাও অংশ নেয় এ কর্মসূচীতে। মানববন্ধন ও পদযাত্রায় তেরাইল ক্রিকেট ক্লাবের পক্ষে নাইম উদ্দীন ও সহ সহযোগীরা এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন,অবিলম্বে মাশরাফি বিন মর্তুজা কে টি ২০ ম্যাচে ফিরিয়ে আনতে সরকার ও ক্রিকেট বোর্ড কে এগিয়ে আসার আহবান জানান।






«
Next
Newer Post
»
Previous
Older Post