রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার সকাল ৬টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, সকালে ২৪ তলা ওই ভবনের ২০ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়।
তিনি আরও জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে তিনি কিছু জানাতে পারেননি।