মেহেরপুর জেলার মেহেরপুর সদর. গাংনী, মুজিবনগর সহ তিন্ উপজেলার টুকরো খবরগুলো দেখুন ///// আপনী ও শেয়ার করুন
ষ্টাফ রিপোটার//
মেহেরপুর সদর উপজেলার ফতেপুরে বজ্রপাতের ঘটনায় এনায়েত হোসেন (৪৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুথবার ভোরের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এনায়েত হোসেন ওই গ্রামের জিন্নাত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় এনায়েত হোসেন নিজ পুকুরে শ্যালো ইঞ্জিন চালিত পানির পাম্পের মাধ্যমে পানি দিচ্ছিলেন। এসময় বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি পুুকুর পাড়ের কুড়ে ঘর থেকে বের হয়ে পাম্পটি বন্ধ করেন। পাম্পটি বন্ধ করে কুড়ে ঘরে ফিরে যাওয়ার সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় পরিবারের লোকজন তার মোবাইল ফোনে ফোন করলে কোন খোঁজ না পেয়ে পুকুরপাড়ে যান। সেখানে গিয়ে দেখেন এনায়েত হোসেনের লাশ পড়ে আছে। পরে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মেহেরপুরের মুজিবনগরে সুপার সাইন জাতের ভূট্টা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মানিকনগর মাঠে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মুহাঃ মোফাখ্খারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম.মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার হাসান আলী, ইউপি সদস্য রহিত মন্ডল, নারগিস আরা ও প্রান্তিক কৃষক মসলেমউদ্দীন। শতাধীক কৃষক-কৃষাণী মাঠ দিবসে অংশ নেয়। আধুনিক চাষাবাদের মাধ্যমে কিভাবে ভূট্টার ফলন বাড়ানো যায় সে বিষয়ে কৃষকদের প্রশিক্ষন প্রদান করা হয়।