প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা নয়
‘মার্কিন প্রেসিডেন্ট একেবারেই নির্দোষ। প্রচার সমাবেশ চলাকালীন প্রত্যক্ষভাবে কখনও হিংসায় মদত দেননি তিনি।’ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিংসার ঘটনা সংক্রান্ত মামলার শুনানিতে দাবি ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীদের। ২০১৬–র মার্চ মাসে লুইভিলের নির্বাচনী সভা থেকে প্রতিবাদীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার নির্দেশ দেন ট্রাম্প। সেই সময় তাঁর সমর্থকদের হাতে নিগ্রহের শিকার হন বেশ কিছু মহিলা। মার্কিন আদালতে মামলা ঠুকেছেন তাঁরা। নিগ্রহে অভিযুক্ত দুই ট্রাম্প সমর্থকের কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করেছেন। সমর্থকদের উদ্দীপ্ত করায় মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর সভার আয়োজকদের থেকেও ক্ষতিপূরণ চেয়েছেন। শুক্রবার সেই মামলার শুনানি ছিল। নিগৃহীতদের অভিযোগের জবাবে আদালতে লিখিত জমা দিয়েছেন ট্রাম্পের আইনজীবীরা। তাতে বলা হয়েছে, ‘প্রচার সমাবেশ চলাকালীন প্রত্যক্ষভাবে কখনও হিংসায় মদত দেননি ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া তিনি এখন দেশের প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার মামলা করতে পারেন না বিক্ষোভকারীরা।’ ট্রাম্পকে আড়াল করতে মার্কিন কংগ্রেসের বাক স্বাধীনতা সংক্রান্ত ‘ফার্স্ট আমেন্ডমেন্টের’ উল্লেখ করেছেন তাঁরা। তবে অভিযুক্ত ট্রাম্প সমর্থকরা এখন উল্টো সুর গাইছে। জেল–বাজত থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্টকেই কাঠগড়ায় তুলেছেন তাদের আইনজীবীরা। অলভিন ব্যামবার্গার নামের এক অভিযুক্তের আইনজীবী বলেছেন, ট্রাম্প ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলাতেই তাঁর মক্কেল অভিযোগকারিণী আফ্রিকান–আমেরিকান মহিলাকে ধাক্কা দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।