Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » হ্যাকার বাজিয়ে দিলো মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫০ বিপদ সংকেত ঘূর্ণিঝড় এর সাইরেন





হ্যাকার বেজে দিলো  
মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে  ১৫০ঘূর্ণিঝ এর  সাইরেন 
আমেরিকায় একসাথে বেজে উঠলো ১৫০ সাইরেন

      আগাম বিপদ সংকেত দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের অনেক শহরেই সাইরেন বাজানোর ব্যবস্থা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস শহরে দেড়শরও বেশি সাইরেন একসাথে বাজিয়ে দেয়ার জন্য একজন হ্যাকারকে দায়ী করা হচ্ছে।

ঘূর্ণিঝড় কিংবা এবং অন্যান্য জরুরি প্রয়োজনে বিপদ সংকেত দেয়ার জন্য এই সাইরেন ব্যবহার করা হয়।

শহরের একজন মুখপাত্র সাংবাদিকদের বলছেন, শহরের ১৫৬টি সাইরেন শুক্রবার রাত পৌনে ১২টায় হঠাৎ করেই বেজে ওঠে।

সাইরেনের শব্দে পুরো শহর ঘুম থেকে জেগে ওঠে।

প্রায় ৯০ মিনিট ধরে সাইরেন বাজতে থাকে।

তখন মানুষের মধ্যে শুরু হয় আতঙ্ক। বাসিন্দারা আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ শুরু করেন।

কর্মকর্তারা বলছেন, এরপর ডালাসের জরুরি বিভাগের কর্মীরা বহু প্রচেষ্টার পর সাইরেন থামাতে সমর্থ হন।

পরে এক তদন্তে দেখা যায় কোন একজন হ্যাকার এর জন্য দায়ী।

তারা জানান, যে এই কাণ্ডটি করেছে সে ঐ শহরেরই বাসিন্দা বলে তারা অনুমান করছেন।

ডালাসে এই ধরনের হ্যাকিং এবারই প্রথম নয়।

গত বছর কেউ একজন শহরের ট্রাফিক সিগন্যাল হ্যাক করে এবং ইলেকট্রনিক ট্রাফিক সাইনবোর্ডে জোকস্ প্রচার করে।







«
Next
Newer Post
»
Previous
Older Post