আমেরিকায় হেনস্তার শিকার নিকি হ্যালি
নিউ ইয়র্কের মাটিতে এবার বিক্ষোভের মুখে পড়লেন রাষ্ট্রসংঘে আমেরিকার অ্যাম্বাসাডর নিকি হ্যালি। বুধবার সারা বিশ্বের প্রভাবশালী মহিলাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে প্রশ্নোত্তর পর্বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন তিনি। সেই সময়েই তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে উপস্থিত দর্শকদের একাংশ। এমনকী, তাঁকে হেনস্তাও করা হয়।
২২ মিনিটের এই অনুষ্ঠানে সঞ্চালক গ্রেটা ভ্যান সাস্টেরেনের সঙ্গে আলোচনার সময় উঠে আসে রাশিয়া প্রসঙ্গ। রাশিয়া নিয়ে ট্রাম্প সরকারের দৃষ্টিভঙ্গি বলতে গিয়ে নিকি বলেন, "রাশিয়া যদি কোনও ভুল করে, সেক্ষেত্রে আমাদেরও পদক্ষেপ নিতেই হবে। কিন্তু সন্ত্রাসবাদের মোকাবিলায় তারা যদি আমাদের সঙ্গে একজোট হয়ে লড়তে চায়, তবে তা নিয়ে আমাদের আপত্তি নেই।" যদিও তাঁর এই বক্তব্যের মধ্যেই দর্শকদের মধ্যে থেকে শরণার্থী নিয়ে আমেরিকার ভূমিকা সম্পর্কে প্রশ্ন উড়ে আসে। যদিও সেই প্রশ্নের কোনও জবাব দেননি নিকি।