বিশ্বব্যাঙ্কের ১১.৩ কোটি ডলার ঋণ বাংলাদেশকে
বিশ্বব্যাঙ্কের চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার এই ঋণের অর্থ ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু পরিষেবা’ (বিউব্লিউসিএসআরপি) প্রকল্পে বাস্তবায়ন করবে। এর আওতায় বাংলাদেশে আবহাওয়া, বন্যা, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু সম্পর্কিত তথ্য পরিষেবার পদ্ধতি শক্তিশালী হবে। একই সঙ্গে নেত্রকোনা, সুনামগঞ্জ, রাজশাহি এবং নওগাঁ জেলায় আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড় এবং অনাবৃষ্টির বিষয়ে কমিউনিটি পর্যায়ে আগাম সতর্ক বার্তা প্রদান ব্যবস্থা চালু করা হবে। এই পরিষেবার ফলে ১০ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবে।
প্রকল্পের আওতায় দেশব্যাপী অ্যাগ্রো–মেট্রোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম পোর্টাল স্থাপনের পাশাপাশি ৪৮৭টি উপজেলায় অ্যাগ্রো–মেট ইনফরমেশন কিওস্কস এবং ৪ হাজার ৫১টি ইউনিয়নে অ্যাগ্রো–মেট ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এতে ৩০ হাজারেরও বেশি কৃষক পরিবার আবহাওয়া এবং বন্যা সম্পর্কিত তথ্য জানতে পারবেন এবং আবহাওয়ার অবস্থা হিসাবে রেখে সময়োপযোগী পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। ইআরডির ভারপ্রাপ্ত সচিব শফিকুল আজম বলেন, ‘বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি মোকাবেলা বা দুর্যোগ প্রস্তুতিতে কী কী পদক্ষেপ নেয় তা সবাই জানে। আবহাওয়ার ধরন একটি (সিঙ্গল) দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই বিষয়টি অনুধাবন করে আমরা এই প্রকল্পের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও বৃহত্তর সহযোগিতার ক্ষেত্র তৈরি করছি। বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় আবহাওয়া ও জলবায়ু মনিটরিং ফ্রেমওয়ার্ক আধুনিকীরনের সঙ্গে সঙ্গে কমিউনিটি পর্যায়ে আগাম সতর্কবার্তা প্রদান ব্যবস্থার উন্নয়ন হবে।’