Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বব্যাঙ্কের ১১.‌৩ কোটি ডলার ঋণ ‌বাংলাদেশকে





 বিশ্বব্যাঙ্কের ১১.‌৩ কোটি ডলার ঋণ ‌বাংলাদেশকে

  মেট্রোলজিক্যাল বিভাগের আধুনিকীকরণে বিশ্বব্যাঙ্ক বাংলাদেশকে ১১.‌৩ কোটি মার্কিন ডলারের ঋণ দিয়ে সহায়তা করবে। বুধবার ঋণচুক্তিপত্রে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ভারপ্রাপ্ত সচিব শফিকুল আজম ও বিশ্বব্যাঙ্কের পক্ষে সংস্থার কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান স্বাক্ষর করেন। বাংলাদেশ সরকারে মূল লক্ষ্য আবহাওয়ার পূর্বাভাস, আগাম সতর্কবার্তা, পাশাপাশি  আবহাওয়া ও জলবায়ু তথ্য প্রদানে আধুনিকীকরণ। বুধবার ঢাকায় শের–এ–বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাঙ্কের মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
বিশ্বব্যাঙ্কের চুক্তি অনুযায়ী বাংলাদেশ সরকার এই ঋণের অর্থ ‘বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু পরিষেবা’ (বিউব্লিউসিএসআরপি) প্রকল্পে বাস্তবায়ন করবে। এর আওতায় বাংলাদেশে আবহাওয়া, বন্যা, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু সম্পর্কিত তথ্য পরিষেবার পদ্ধতি শক্তিশালী হবে। একই সঙ্গে নেত্রকোনা, সুনামগঞ্জ, রাজশাহি এবং নওগাঁ জেলায় আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড় এবং অনাবৃষ্টির বিষয়ে কমিউনিটি পর্যায়ে আগাম সতর্ক বার্তা প্রদান ব্যবস্থা চালু করা হবে। এই পরিষেবার ফলে ১০ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবে।
প্রকল্পের আওতায় দেশব্যাপী অ্যাগ্রো–মেট্রোলজিক্যাল ইনফরমেশন সিস্টেম পোর্টাল স্থাপনের পাশাপাশি ৪৮৭টি উপজেলায় অ্যাগ্রো–মেট ইনফরমেশন কিওস্কস এবং ৪ হাজার ৫১টি ইউনিয়নে অ্যাগ্রো–মেট ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। এতে ৩০ হাজারেরও বেশি কৃষক পরিবার আবহাওয়া এবং বন্যা সম্পর্কিত তথ্য জানতে পারবেন এবং আবহাওয়ার অবস্থা হিসাবে রেখে সময়োপযোগী পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। ইআরডির ভারপ্রাপ্ত সচিব শফিকুল আজম বলেন, ‘বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি মোকাবেলা বা দুর্যোগ প্রস্তুতিতে কী কী পদক্ষেপ নেয় তা সবাই জানে। আবহাওয়ার ধরন একটি (সিঙ্গল) দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এই বিষয়টি অনুধাবন করে আমরা এই প্রকল্পের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও বৃহত্তর সহযোগিতার ক্ষেত্র তৈরি করছি। বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় আবহাওয়া ও জলবায়ু মনিটরিং ফ্রেমওয়ার্ক আধুনিকীরনের সঙ্গে সঙ্গে কমিউনিটি পর্যায়ে আগাম সতর্কবার্তা প্রদান ব্যবস্থার উন্নয়ন হবে।’‌‌






«
Next
Newer Post
»
Previous
Older Post