বাংলাদেশ ক্রিকেটের বরপুত্র মাশরাফি বিন মর্তুজার টি-২০ ক্যারিয়ারের শেষ ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে অবিস্মরণীয় জয় পেয়েছে টাইগাররা।
বাংলাদেশের করা ১৭৬ রানের জবাবে খেলতে নেমে ১৮ ওভারে ১৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা।
টাইগারদের ৪৫ রানের এ জয়ের ফলে সিরিজ ১-১ ম্যাচে ড্র হল। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজও ড্র হয়।
বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিজের ক্যারিয়ারের শেষ টি-২০ ম্যাচে টস জেতেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দলীয় সর্বোচ্চ ৩৮রান ও তিন উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান। আর ম্যান অব দ্য সিরিজ হয়েছেন আজকের ম্যাচে হ্যাটট্রিকধারী শ্রীলংকান বোলার লাথিস মালিঙ্গা।
এর আগে টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে মাশরাফি বাহিনী।
তামিমের ইনজুরির কারণে একাদশে সুযোগ পাওয়া ইমরুল কায়েস উদ্বোধনী জুটিতে সৌম্য সরকারকে নিয়ে করেন ৭১ রান। মাত্র ৬.৩ ওভারেই উদ্বোধনী জুটি থেকে এ রান আসে।
এ ম্যাচে হ্যাটট্রিক করেছেন শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা। ইনিংসের ১৯তম ওভারে প্রথমে মুশফিক ও মাশরাফিকে সরাসরি বোল্ড করেন। পরের বলেই মিরাজকে এলবিডব্লউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক নিশ্চিত করেন।
এ ম্যাচে তামিমের অনুপস্থিতিকে বুঝতে দেননি ইমরুল কায়েস ও সৌম্য সরকার।
উদ্বোধনী ব্যাটসম্যান ১৭ বলে ৩৪ করা সৌম্যকে ফেরান আসেলা গুনারত্নে। ২টি ছয় ও ৪টি চারের মারে সাজানো তার ইনিংস।
পরের ওভারেই রান আউট হয়ে ফিরে যান ইমরুল কায়েস। ২৫ বলে ৩৬ রান করেন তিনি। তার ইনিংসটি ছিল একটি ছক্কা ও চারটি চারে সাজানো।
পরে তৃতীয় উইকেট জুটিতে সাকিব-সাব্বির ৪৬ রান করে বাংলাদেশকে বড় ইনিংসের স্বপ্ন দেখান। সাকিব ৩৮ ও সাব্বির ২৯ রান করে সাজঘরে ফেরেন।
দলীয় ১৫২ রানে মোসাদ্দেক ব্যক্তিগত ১৭ রানে আউট হন। শেষ দিকে মুশফিক ৬ বলে ১৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন।
১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই সাকিব-মোস্তাফিজ তাণ্ডবে চরম বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। দলীয় ৪০ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়েই পরাজয়ের শংকায় পড়ে স্বাগতিকরা।
তবে থিসারা পেরেরা ও কাপোগেদারা এসে দলের হাল ধরেন। ষষ্ঠ উইকেট জুটিতে ৫৮ রান করে এ দুই ব্যাটসম্যান টাইগারদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ান। ইনিংসের ১৩তম ওভারে দলীয় ৯৮ রানের মাথায় সাকিবের শিকার হয়ে থিসারা পেরেরা (২৭) বিদায় নিলে ম্যাচ বাংলাদেশের দিকে হেলে পড়ে