Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ‌ চীনা প্রেসিডেন্টের নৈশভোজে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প





  নৈশভোজে সিরিয়ায় হামলার নির্দেশ ট্রাম্পের
  
 ‌ চীনা প্রেসিডেন্টের নৈশভোজে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ‘‌ফক্স বিজনেস টেলিভিশন নেটওয়ার্ক’‌ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট নিজেই সেকথা জানালেন। তিনি বলেছেন, ‘‌চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নৈশভোজ সারছিলাম। শেষপাতে চকোলেট কেকের ব্যবস্থা ছিল। সুস্বাদু কেকটি বেশ তারিয়ে তারিয়েই উপভোগ করছিলেন প্রেসিডেন্ট জিনপিং। তখনই ক্ষেপণাস্ত্র নিয়ে জাহাজ তৈরি আছে বলে সেনাধিকারীদের কাছ থেকে খবর পাই। নির্দেশ দিতে দেরি করিনি। সিরিয়ার উদ্দেশে রওনা দেয় ক্ষেপণাস্ত্রগুলি। তারমধ্যেই চীনা প্রেসিডেন্টকে খবরটা দিই। বলি, আপনাকে একটা কথা জানিয়ে রাখি, এইমাত্র সিরিয়ার উদ্দেশে ৫৯টি ক্ষেপণাস্ত্র  নিক্ষেপের নির্দেশ দিলাম।’‌ নৈশভোজ চলাকালীন ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়ে চীনা প্রেসিডেন্টের কী প্রতিক্রিয়া ছিল তাও খোলসা করে জানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, ‘‌হামলার খবর শুনে ১০ সেকেণ্ডের জন্য হকচকিয়ে গিয়েছিলেন জিনপিং। দোভাষীর কাছে জানতে চান তিনি ঠিক শুনেছেন কিনা। ওঁকে এভাবে দেখে আমিও এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গিয়েছিলাম। তবে কিছুক্ষণের মধ্যেই সম্বিত ফিরে পান জিনপিং। আমাকে সমর্থন করে বলেন, রাসায়নিক হামলা করে যারা নির্দয়ভাবে শিশুদের হত্যা করে, তাদের জন্য উপযুক্ত শিক্ষাই বটে।’‌ মার্কিন সফরে গিয়ে সম্প্রতি ফ্লেরিডায় ট্রাম্পের বিলাসবহুল ‘‌মার আ লাগো’‌ রিসর্টে যান সস্ত্রীক জিনপিং। ৬ এপ্রিল তাঁদের আপ্যায়ন করেন ট্রাম্প পরিবার। তার দু’‌দিন আগে, ৪ এপ্রিল সকালে সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে নিরীহ নাগরিকদের উপর বিষাক্ত গ্যাস হামলা করা হয়। ১১ জন শিশু সহ তাতে প্রাণ হারান মোট ৮৭ জন। গ্যাস হামলার জন্য বাশার আল আসাদ সরকারকেই দায়ী করেছে রাষ্ট্রপুঞ্জ। শুরু থেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছে মার্কিন প্রশাসন। হামলার কিছুক্ষণ পরই সংবাদমাধ্যমে বিবৃতি দেন পেন্টাগন প্রধান জিম ম্যাটিস। তিনি বলেন, ‘‌রাসায়নিক হামলার পিছনে আসাদ সরকারের ভূমিকা নিয়ে কোনও সন্দেহ নেই। তার দু’‌দিন পরই ফ্লোরিডা থেকে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। ভূমধ্যসাগরের মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে সিরিয়ার হোমস প্রদেশের শায়রত বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে টোমাহক ক্ষেপণাস্ত্রগুলি। ৫৯ টির মধ্যে মাত্র ২৩ টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে বলে দাবি করে আসাদ সরকারের সমর্থক রুশ বাহিনী। তবে সবকটি ক্ষেপণাস্ত্রই লক্ষ্যে পৌঁছেছে বলে পাল্টা দাবি করে পেন্টাগন। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে বিমানঘাঁটি লাগোয়া আল-হামরাত গ্রামে ৪ শিশু-সহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সিরীয় সংবাদমাধ্যমের।






«
Next
Newer Post
»
Previous
Older Post