বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।
রোববার দিনগত রাত ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিম (৪০), একই গ্রামের ছাইদার রহমানের ছেলে তারেক (২৭) ও উপজেলার খেয়ারঘাট এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৩০)।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, নিউ সেফা পরিবহনের বাসটি গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে ওই স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি গাছের সঙ্গে ধাক্কায় খায়।
এতে ঘটনাস্থলেই বাসের ভেতরে দু'জন এবং ছাদ থেকে ছিটকে সড়কের পাশে পুকুরে পড়ে একজনের মৃত্যু হয়।
আহত সাত যাত্রীকে উদ্ধার করে সিরাজগঞ্জের রায়গঞ্জ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান সোহেল রানা।