আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবির মুক্তির দিন পিছিয়ে গেল
পিছিয়ে গেল আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবির মুক্তির দিন। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে এই কথা জানিয়েছেন। পরিচালক অদ্ভেত চন্দনের ছবি ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পাবেন এই বছর দীপাবলিতে।
‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে বলিউডের মিস্টার পারফেরশনিস্ট আমির খানকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তাঁর সঙ্গে ফের দেখা যাবে আমিরের ‘দঙ্গল’ কন্যা জায়রা ওয়াসিমকে। ট্রেড অ্যানালিস্ট এবং সিনেমা সমালোচক তরণ আদর্শ ‘সিক্রেট সুপারস্টার’ ছবির মুক্তির প্রসঙ্গে টুইট করে জানিয়েছেন যে, আমির খান প্রোডাকশনের ছবি ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পেতে চলেছে দীপাবলিতে।