তিস্তার জলের অর্ধেক ভাগ চাইব=--বাংলাদেশ রাষ্ট্রদূত
তিস্তায় অর্ধেক জল চাইবে বাংলাদেশ
রাষ্ট্রদূত জানান, ‘আমরা তিস্তার জলের অর্ধেক ভাগ চাইব। কিন্তু ভারতের কিছু আভ্যন্তরীণ সমস্যা আছে। দেখা যাক প্রধানমন্ত্রী সেটা সমাধান করতে পারেন কিনা।’
তিস্তার জল বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে সবথেকে বড় বাধা আসতে পারে বাংলার মুখ্যমন্ত্রীর কাছ থেকে। সে ব্যাপারে কিছুটা অবহিত আছেন শেখ হাসিনা। তাই বাংলার মুখ্যমন্ত্রীকেও আলোচনার টেবিলে এনে সমাধানসূত্র খোঁজার চেষ্টা চলছে। এর ওপর বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিও অনেকটা নির্ভর করছে। ভারতের থেকে তিস্তার জল না পেলে দেশের মধ্যে চাপে পড়বেন হাসিনা। ভারত বিরোধী সুর আরও তীব্র হয়ে উঠতে পারে। জঙ্গিরা এই সুযোগটা কাজে লাগাতে পারে। সূত্রের দাবি, পঞ্চাশ শতাংশ জল যে পাওয়া যাবে না, সেটা বাংলাদেশ সরকারও জানে। তবু দর কষাকষির একটা রাস্তা খোলা রাখতে চাইছে বাংলাদেশ। বাংলাদেশে অন্য কোনও শক্তি ক্ষমতায় চলে এলে দুই দেশের সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কা আছে। সেক্ষেত্রে ভারত আরও কিছুটা উদার হবে, এমনই আশা বাংলাদেশের বিভিন্ন মহলে। তবে দুই দেশই আপাতত বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনার ওপর। কারণ, তিস্তা নিয়ে আলোচনায় কিছু তিক্ততা এসে যেতে পারে। যা এড়াতে চাইছে দু’পক্ষই।