Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দোষ ঢাকতে জঙ্গি–মৃত্যু বাড়িয়ে দেখাচ্ছে কাবুল





  দোষ ঢাকতে জঙ্গি–মৃত্যু বাড়িয়ে দেখাচ্ছে কাবুল
  
 কাবুল, আফগানিস্তানের নানগড়হর প্রদেশে অতিকায় বোমা হামলা চালিয়ে দুনিয়াজুড়ে তুমুল সমালোচিত মার্কিন প্রশাসন। আফগান প্রশাসন যতই দাবি করুক যে সাধারণ মানুষের প্রাণহানি হয়নি, মানতে চাইছেন না নিরাপত্তা বিশেষজ্ঞরা। যে কারণে ২৪ ঘণ্টা পরে, নিহত জঙ্গির সংখ্যা বাড়িয়ে দিল আফগান প্রশাসন। আচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি জানালেন, মার্কিন মহাবোমা ‘‌মাদার অফ অল বম্বস’ বিস্ফোরণে প্রাণ হারিয়েছে ৯৪ জন আইএস জঙ্গি। ‌নানগড়হর ‌প্রদেশের প্রশাসনিক মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানির তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৯০। শুক্রবার যদিও এই আফগান প্রশাসনই জানিয়েছিল, মার্কিন বোমা হামলায় ৩৬ জন জঙ্গি মারা গেছে। 
পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পার্বত্য এলাকা নানগড়হর, যার উত্তরে হিন্দুকুশ, আর দক্ষিণে সফেদ কুহ পর্বতমালা। দুর্গম এই প্রদেশজুড়ে অসংখ্য গুহা আর পাহাড়ি সুড়ঙ্গপথ। তার মধ্যেই ঘাঁটি গেড়েছিল আইএস জঙ্গিরা। দীর্ঘদিন ধরে মার্কিন ও আফগান সেনাবাহিনী ওই অঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যৌথ– অভিযান চালাচ্ছিল। কিন্তু গুহা, সুড়ঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিদের কাবু করা যাচ্ছিল না। বৃহস্পতিবার রাতে আমেরিকার ফেলা একটি মাত্র দানব–বোমায় গুঁড়িয়ে যায় জঙ্গিদের গোপন বাঙ্কার। এই হামলাকে সমর্থন জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরফ গনি। তবে প্রশাসনের একাংশ এই হামলার তীব্র নিন্দা করে। জানায়, ওই এলাকায় অনেক সাধারণ মানুষেরও বাস ছিল। নিজেদের অস্ত্রপরীক্ষার জন্য সেই মানুষগুলোকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে আমেরিকা। আফগান প্রশাসন যদিও দাবি করেছে, আইএস দমন অভিযানের জন্য আগে থেকেই আচিনের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। ‌‌
  
  






«
Next
Newer Post
»
Previous
Older Post