Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মহাকাশ থেকে রাতে ভারতবর্ষ কেমন দেখতে লাগে , ছবি পাঠাল নাসা





 মহাকাশ থেকে রাতে কেমন দেখতে লাগে দেশকে, ছবি পাঠাল নাসা

  রাতের ভারতবর্ষ কেমন দেখতে? যদি মহাকাশ থেকে দেখা হয়, তবে কীভাবে ধরা দেবে আমাদের প্রিয় দেশ? নাসার ছবিতে ধরা পড়ল সেই অপূর্ব ছবি।

এর আগেও এ কাজ করেছিল নাসা। ২০১২ সালে মহাকাশ থেকে তোলা হয়েছিল গোটা পৃথিবীর ছবি। রাতের আলোকজ্জ্বল সে পৃথিবীতে আলাদা আলাদা করে ধরা পড়েছিল বিভিন্ন দেশে। সাধারণ মানুষের কৌতৃহল নিবৃত্তির পাশাপাশি গবেষণার জন্যও বিশেষ প্রয়োজন ছিল এ ছবির।

এবার নতুন করে পাঠানো হল ছবি। ২০১৬ তে তোলা ভারতের সে ছবির সঙ্গে এ ছবির ফারাক অনেকটাই। আলোর তারতম্য চোখে পড়ার মতো। এই ছবি থেকে স্পষ্ট হয় কতটা বেড়েছে দেশের বিভিন্ন প্রদেশের জনসংখ্যা। শহর কতটা বেড়েছে তা আলোর হেরফেরেই স্পষ্ট হয়। অন্যদিকে এ ছবি থেকেই আবহাওয়ার পূর্বাভাস বা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম অনুমান করার গবেষণা আরও উন্নত করতে পারেন বিজ্ঞানীরা।


নাসার বিজ্ঞানীরা চেষ্টা করছেন, যদি আরও ঘনঘন এ ধরনের ছবি পাঠানো যায় তাহলে এই গবেষণা আরও উন্নত হতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post