রাজধানীতে দ্বিতীয় দিনের মতো সোমবার 'সিটিং সার্ভিস' ও 'গেটলক' বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানের কারণে আগের দিনের মতোই সব বাস 'লোকাল' হিসেবে চলেছে; তবে যাত্রীদের কাছ থেকে আগের মতোই আদায় করা হয়েছে অতিরিক্ত ভাড়া। অনেক বাসে ছিল না ভাড়ার তালিকা।
এ ছাড়া অভিযানের কারণে অনেক বাস রাস্তায় না নামায়; যান সঙ্কটে বিভিন্ন বাসে গাদাগাদি করে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। এতে তাদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নারীরা।
তা ছাড়া ভাড়া নিয়ে বচসায় বিভিন্ন স্থানে যাত্রীরা মারধরের শিকার হয়েছেন। লাঞ্ছিত হয়েছেন সমকাল ও একাত্তর টিভির দুজন সাংবাদিক।
সোমবার রাজধানীর আগারগাঁও, যাত্রাবাড়ী, আসাদগেট, বিমানবন্দর ও রমনা এলাকায় অভিযান পরিচালনা করেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। অভিযানের দ্বিতীয় দিন মামলা হয়েছে ১১৯টি। জরিমানা আদায় করা হয়েছে তিন লাখ ৬০ হাজার ৫০০ টাকা। এ ছাড়া কারাদণ্ড দেওয়া হয়েছে দুই বাসচালককে। জব্দ করা হয়েছে একটি গাড়ি; ডাম্পিংয়ে পাঠানো হয়েছে আরেকটি।