Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » জলপাইয়ের গলানো মিষ্টি আচার রেসিপি





জলপাইয়ের গলানো মিষ্টি আচার রেসিপি

আজ জলপাইয়ের আচারের একটি ভিন্ন আয়োজন আপনাদের জন্য থাকছে। জলপাইয়ের গলানো মিষ্টি আচারের রেসিপি। চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন।


যে  উপকরন লাগবে

    জলপাই– ১ কেজি,
    সরিষা বাটা– ২ টেবিল চামচ,
    আদা+রসুন বাটা– ২ টেবিল চামচ,
    হলুদ+মরিচ গুঁড়া– ১/২ চা চামচ,
    চিনি– ১ কাপ (স্বাদমতো),
    লবণ– সামান্য,
    ভিনেগার– ১/২ কাপ,
    সরিষার তেল– ১ কাপ,
    তেজপাতা-২-৩টি,
    পাঁচফোড়ন গুঁড়া– ১ চা চামচ।




কিভাবে করবেন

প্রথমে জলপাই সিদ্ধ করে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে বিচি ছাড়িয়ে শিলপাটায় বেটে নিতে হবে। একটা প্যানে সরিষার তেল গরম করে তেজপাতা, আদা+রসুন বাটা, সরিষার বাটা একটু নেড়ে দিয়ে জলপাই বাটা ঢেলে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রনের মধ্যে চিনি, লবন, ভিনেগার, হলুদ+মরিচের গুড়া দিয়ে অনবরত নাড়তে হবে। যেনো তলায় পোড়া লেগে না যায়। চিনির পানি শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন চুলা থেকে প্যান নামিয়ে পাঁচফোড়ন গুঁড়া মিশিয়ে নিতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post