কিম নন, ট্রাম্প বেশি বিপজ্জনক: রাশিয়া
মস্কো: ‘কিম জঙ উন নন, ডোনাল্ড ট্রাম্পই সবথেকে বিপজ্জনক।’ মন্তব্য ভ্লাদিমির পুটিন ঘনিষ্ঠ রাশিয়ার জনপ্রিয় টিভি সাংবাদিক দিমিত্রি কিসিলিওভ। সম্প্রতি সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা। আফগানিস্তানে ‘মোয়াব’ বোমা ফেলেছে। সেই প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘পরমাণু হামলা থেকে মাত্র একচুল দূরে পৃথিবী। ডোনাল্ড ট্রাম্প ও কিম জঙ উন, দুজনেই উদ্ধত। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা নেই। ভেবেচিন্তে কাজ করেন না। কখন কী যে ঘটিয়ে ফেলবেন, তা আগে থেকে আঁচ করা সম্ভব নয়। আর দু’জনই যুদ্ধে যেতে চান। তাই যে কোনও মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে কে সবথেকে বেশি ভয়ঙ্কর? অবশ্যই ট্রাম্প।’ গত বছর নভেম্বরে মার্কিন নির্বাচনের সময় থেকে ডোনাল্ড ট্রাম্পকেই সমর্থন করে এসেছে ক্রেমলিন। ট্রাম্প আমেরিকার হাল ধরতে পারবেন বলে জানিয়েছিলেন খোদ দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। তাঁর ঘনিষ্ঠ দিমিত্রিও এতদিন ট্রাম্পের প্রশংসা করে এসেছেন। কিন্তু গত মাস থেকেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মার্চ মাসে রাশিয়ার ৯ শতাংশ মানুষ ট্রাম্প বিরোধী ছিলেন। এপ্রিলের গোড়াতেই তা বেড়ে ৩৯ শতাংশে ঠেকেছে। রাশিয়া ঘনিষ্ঠ আসাদ সরকারের বিরুদ্ধে ট্রাম্প সরকারের অবস্থান মেনে নিতে পারেননি কেউ। টিভি চ্যআনেলে এর খোলাখুলি সমালোচনা করেছেন দিমিত্রি। এমনকি উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জঙ উনের সঙ্গে ট্রাম্পের তুলনাও টেনেছেন। মার্কিন প্রশাসনিক কাজে নাক গলাচ্ছেন বলে ইতিমধ্যেই ট্রাম্প কন্যা ইভাঙ্কার বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন বিরোধী রাজনীতিকরা। তাতে সমর্থন জানিয়েছেন বলেছেন, হোয়াইট হাউসে তো নিজের আলাদা অফিস খুলে বসেছেন ইভাঙ্কা। কিম জনের মেয়ে কিম জু–ই এমনটা করার সাহস পাবেন না। ট্রাম্পের আমলে আমেরিকার পতন নিশ্চিত এমনটা ভবিষ্যদ্বাণীও করতে দেখা গিয়েছে তাঁকে।