নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে শান্তি দূত করতে চায় রাষ্ট্রপুঞ্জ। এমনই ইচ্ছে প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনয় গুয়াত্রেস। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টিফেন দুজারিক জানিয়েছেন, মালালা এই মুহূর্তে নারী ও শিশু শিক্ষার বিস্তার নিয়ে কাজ করছে। তাঁকে সেই কাজে আরও বেশি করে ব্যবহার করতে চায় রাষ্ট্রপুঞ্জ। সেকারণেই এই বিশেষ পদ তাঁকে দেওয়া হয়েছে। গুয়াত্রে বলেছেন, মৃত্যুর মুখে দাঁড়িয়েও মালালা তাঁর দেশের মানুষের হয়ে কথা বলেনছেন, শিশু ও নারীদের জন্য লড়াই করেছেন।
এর আগে রাষ্ট্রপুঞ্জ এই সম্মান দিয়েছেন অভিনেতা মাউকেল ডগলাস, লিওনার্দো ডিকাপ্রিয়কেও। এই পদই রাষ্ট্রপুঞ্জের দেওয়া সর্বোচ্চ সম্মান।
দেশের মানুষের এবং নারী অধিকারের হয়ে লড়াই করার জন্য তালিবানদের কোপে পড়তে হয়েছিল এই পাকিস্তানি কিশোরীকে। দেশ ছাড়লেও লড়াই থামাননি মালালা। মালালার এই লড়াইকে সম্মান জানিয়ে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এবার রাষ্ট্রপুঞ্জের সর্বোচ্চ সম্মান জুড়ল তাঁর মুকুটে