মেহেরপুর জেলার মেহেরপুর সদর. গাংনী, মুজিবনগর সহ তিন্ উপজেলার টুকরো খবরগুলো দেখুন ///// আপনী ও শেয়ার করুন
ষ্টাফ রিপোটার//
মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে মেহেরপুর জেলা শহরের পৌর ঈদগাহ গেট থেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলোক কুমার দাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের জায়গা অবৈধ দখলমুক্ত করতে মাঠে নেমেছেন কর্তৃপক্ষ
মেহেরপুর জেলা পরিষদের জায়গা অবৈধ দখলমুক্ত করতে মাঠে নেমেছেন কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনের অভিযানে গাংনীর বামন্দী বাজার এলাকায় মাপজোক করা হয়েছে।
মাপজোকের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রসুল, জেলা পরিষদ ওয়ার্ড মেম্বর মজিরুল ইসলাম, আয়ুব আলীসহ সকল সদস্যবৃন্দ, সার্ভেয়ার, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ।
জেলা পরিষদ মেম্বর মজিরুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে জেলা পরিষদ চেয়ারম্যান অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছেন। জায়গা দখলমুক্ত করে সেখানে মার্কেট নির্মানসহ সরকারী রাজস্ব আয় বাড়ানোর চেষ্টা চলছে। খলিশাকু-ি ঘাট এলাকা থেকে মেহেরপুর শহর, বারাদী, মুজিবনগরসহ যে সকল স্থানে জায়গা অবৈধ দখলে রয়েছে পর্যায়ক্রমে তা দখলমুক্ত করা হচ্ছে।
অনেকেই অবৈধ দখল করে দোকানপাট নির্মান করেছে উল্লেখ করে তিনি বলেন, জেলা পরিষদের উদ্যোগের সঙ্গে তারা একমত পোষণ করেছেন। সেখানে নতুন মার্কেট নির্মান ও প্রয়োজনে জায়গা ব্যবসায়ীদের কাছে লিজ দেয়া হবে। এর মধ্য দিয়ে জেলা পরিষদের রাজস্ব আয় বাড়বে বলে জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান।
এদিকে বামন্দী এলাকায় মাপজোকের সময় সহযোগিতা করেন ব্যবসায়ী ও স্থানীয়রা। সরকারী সম্পত্তি উদ্ধারে জেলা পরিষদকে সব রকম সহযোগিতারও আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যত্রযত্র অবৈধ দখল হওয়া সম্পত্তি দখলমুক্ত করে পরিকল্পিতভাবে মার্কেট নির্মান করলে সেখানকার শ্রীবৃদ্ধি ও স্থানীয়দের কর্মক্ষেত্র সৃষ্টির আশা করছেন তারা।
এদিকে যেকোন মূল্যে অবৈধ দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও মেম্বরবৃন্দ। কেউ স্বেচ্ছায় দখল ছেড়ে না দিলে আইনের কঠোর প্রয়োগের মধ্য দিয়ে অবৈধ দখলমুক্ত করার হুশিয়ারী করেন তারা।