মেয়ে জামাইয়ের পরামর্শে ব্যাননকে সরিয়েছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেয়ে জামাই জার্ড কুশনারের পরামর্শে প্রধান নীতি নির্ধারণকারীর পদ থেকে স্টিভ ব্যাননকে সরিয়ে দিয়েছেন। কুশনার এবং ব্যাননের মধ্যে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বিতাকে উল্লেখ করে পলিটিকো আজ (বুধবার) এ খবর দিয়েছে।
ব্যাননকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ বা এনএসসি থেকে মঙ্গলবার অপসারণ করেন ট্রাম্প। ট্রাম্পের ওপর গভীর প্রভাব ছিল ব্যাননের এ কারণ সমালোচকরা তাকে ‘আসল প্রেসিডেন্ট’ বলে ঠাট্টা করতেন।
সরকারে রদবদলের যে চেষ্টা করেছেন ব্যানন তাকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ক্ষতিকারক হিসেবে দেখেছেন কুশনার। কুশনারের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরা মনে করেন ট্রাম্পের জনপ্রিয়তার পথে মারাত্মক প্রতিবন্ধক হিসেবে ব্যাননকে দেখতেন তিনি। হোয়াইট হাউজে তৎপরতা এবং সফলতা ও ব্যর্থতা দীর্ঘ দিন ধরে পর্যবেক্ষণ করে এমন সিদ্ধান্তে কুশনার নিয়েছেন বলে ধারণা করা হয়।#