৪ দিনে শুকিয়ে গেল খরস্রোতা নদী!
মাত্র চারদিন আগেও খরস্রোতা ছিল কানাডার স্লিমস নদী। চারদিনে শুকিয়ে গেল স্লিমস। এক্ষেত্রে ভিলেন একটি হিমবাহ। এই ধরনের ঘটনাকে বৈজ্ঞানিক পরিভাষায় বলা হয় ‘রিভার পাইরেসি’। এর মাধ্যমে একটি নদীর প্রবাহ আর একটিকে কব্জা করে ফেলে। এমনটা হতে কয়েক হাজার বছর সময় লাগে। তবে কানাডার কাসকায়ালশ হিমবাহ থেকে প্রবাহিত স্লিমস নদীর ক্ষেত্রে এই বদলে সময় লাগল মাত্র চারদিন।
জানা গিয়েছে, ২০১৬ সালের ২৬ থেকে ২৯ মে–র মধ্যে পুরো স্লিমস নদী শুকিয়ে গিয়েছে। কেন এমন হয়েছে তা জানতে বিজ্ঞানীরা গবেষণা শুরু করলে উঠে আসে ‘রিভার পাইরেসি’ তত্ত্ব।
গত ৩০০–৩৫০ বছর ধরে কাসকায়ালশ হিমবাহ থেকে স্লিমস নদীতে জল প্রবাহিত হত। তবে বিশ্ব উষ্ণায়নের জেরে হিমবাহটি গলে যাওয়ায় জলের পথ পরিবর্তন হয়। ফলে স্লিমস নদীর দিকে সেই জল না গিয়ে দক্ষিণ–পূর্ব দিকে নতুন পথে গিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ছে। ফলে স্লিমসের গতিপথ বেরিং সমুদ্রের দিকে জলপ্রবাহ বন্ধ। আর এর ফল আগামী দিনে ভয়ঙ্কর হতে চলেছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।