যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে দেশটির ক্যালিফোর্নিয়ায় অঙ্গরাজ্যের ফ্রেসনো এলাকায় ক্যাথলিক চ্যারিটিজের হেডকোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এক কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিন শ্বেতাঙ্গ পুরুষ নিহত ও অপর একজন আহত হয়েছে। খবর বিবিসির।
এ ঘটনাটি একটি ‘বর্ণবাদী হামলা স্থানীয় পুলিশ প্রধান জেরি ডায়ার জানিয়েছেন, কোরি আলি মুহাম্মদ নামের ওই বন্দুকধারী ১৬ রাউন্ড গুলিবর্ষণ করতে মাত্র ৯০ সেকেন্ড সময় নেয়। পুলিশ তাকে গ্রেফতার করার পর সে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে।
সে অনেক মানুষকে হত্যা করতে চেয়েছিল উল্লেখ করে পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ঘাতক আফ্রিকান আমেরিকান। সোশ্যাল মিডিয়ায় সে শেতাঙ্গদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতো ও সরকারবিরোধী মনোভাব ব্যক্ত করতো।