লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের মধ্যম কাদমা গ্রামে ছেঁড়া তারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- উপজেলার ভেলাগুড়ি গ্রামের বিদ্যুৎ শ্রমিক খোরশেদ আলম (৪০), একই গ্রামের ফেরদৌস হোসেন (৩৫), মধ্যম কাদমা গ্রামের মিলন্ট হোসেন (৩২), ও উকিল হোসেন (৩৫)।
ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বৈদুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়া একটি তার সংযোগ দিতে যান চার শ্রমিক। এসময় উকিল নামের এক শ্রমিক খুঁটিতে উঠেন আর বাকি তিনজন তাকে ধরে থাকে। কিন্তু হঠাৎ করেই ওই তার বিদ্যুতায়িত হলে চার শ্রমিকই স্পৃষ্ট হন।
চার শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে প্রথমে খোরশেদ, মিল্টন ও ফেরদৌস মারা যান। পরে অপর শ্রমিক উকিল হোসেনও মারা যান বলে জানান তিনি।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে চার শ্রমিক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।