প্রথমবারের মতো ইউরোপে ঢুকল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বহর
আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫'র একটি বহর ইউরোপে ঢুকেছে। আমেরিকা থেকে এ বিমান বহরকে ইউরোপে পাঠানো হয়েছে। রাশিয়া ঠেকানোর ন্যাটোর সামরিক মহড়ায় যোগ দেয়ার জন্য বহরকে ইউরোপে পাঠানো হয়।
মার্কিন এফ-৩৫এ লাইটিনিং ২ মডেলের যুদ্ধবিমানগুলো ইংল্যান্ডের লাকেনহিথ বিমান ঘাঁটিতে নেমেছে। এ বহরকে আমেরিকার উটাহ্ অঙ্গরাজ্যের হিল বিমান ঘাঁটি থেকে পাঠানো হয়েছে।
এই প্রথম ইউরোপে এ বিমান মোতায়েন করল আমেরিকা। মহড়া শেষ হওয়ার পরও কয়েক সপ্তাহ এ সব বিমান ইউরোপে থাকবে বলে এর আগে ঘোষণা করা হয়েছে।