ভারতের মহাত্বা গান্ধী ৪টি স্ট্যাম্পের সেট নিলামে বিক্রি ৪ কোটি টাকায়
রেকর্ড ৪ কোটি টাকা দামে নিলামে বিক্রি গান্ধী ছবি দেওয়া ৪টি স্ট্যাম্পের সেট
লন্ডন: ব্রিটেনে নিলামে রেকর্ড ৫ লক্ষ পাউন্ড দর উঠল মহাত্মা গাঁধীর ছবি দেওয়া চারটি বিরল স্ট্যাম্পের।
খবরে প্রকাশ, মাত্র ১৩টি ১৯৪৮ সালের ১০ টাকা মূল্যের পার্পল ব্রাউন অ্যান্ড লেক ‘সার্ভিস’ স্ট্যাম্প চালু হয়েছিল। ব্রিটেনের ডিলার স্ট্যানলি গিবন্সের তরফে জানানো হয়েছে, চারটি স্ট্যাম্পের একটি সেট কিনেছেন অস্ট্রেলিয়ার এক সংগ্রহক। এর জন্য তিনি দাম দিয়েছেন ৫ লক্ষ ব্রিটিশ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৪.১৪ কোটি টাকা)। ভারতের স্ট্যাম্পের ক্ষেত্রে যা সর্বোচ্চ।
গিবন্সের দাবি, যেহেতু ওই স্ট্যাম্পগুলি একটি সেটে আসে, তাই তা এত মূল্যবান। তারা আরও জানায়, এমনই একটি ব্লক রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যক্তিগত সংগ্রহশালায় রয়েছে। এর আগে, ভারতের চার আনার একটি কয়েন গত মার্চে ১.১০ লক্ষ পাউন্ডে বিক্রি হয়েছিল। তবে, গিবন্সের দাবি, এখনও পর্যন্ত নিলামে সর্বোচ্চ দরে বিক্রি হওয়া স্ট্যাম্পের দাম উঠেছিল ৭.৪ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড।