Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ৪৬ বছর আগে আজকের দিনে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল মুজিবনগর বৈদ্যনাথতলার এ আমবাগানে





   মহসীন আলী আঙুর //
   ৪৬ বছর আগে আজকের দিনে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলার এক আমবাগানে

   মুক্তিযুদ্ধের অম্লান স্মৃতি প্রথম রাজধানী মেহেরপুরের মুজিবনগর

  ১৭ এপ্রিল  দিনটি স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি স্মরনীয় দিন। ৪৬ বছর আগে এই দিনে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলার এক আমবাগানে। আর সেদিন থেকে ঐ জায়গার নাম বদলে রাখা হয় মুজিবনগর। প্রবাসী প্রথম সরকারের রাজধানী। একাত্তরের সেই অগ্নিঝরা দিনগুলো প্রতিরোধ চলছে সর্বত্র । এর মধ্যে ১৭ এপ্রিল গঠন করা হয় প্রবাসী  সরকার। মুজিবনগর সরকারই  দীর্ঘ ৯ মাসের মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মুজিবনগর তাই বাঙ্গালীর ইতিহাসে প্রজন্ম-প্রজমান্তরের এক অম্লান স্মৃতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামেই মুজিবনগরের নামকরণ। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক নেতৃত্বদানকারী দল আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর মুজিরনগরকে নতুন প্রজন্ম ও পর্যটকদের নিকট আকর্ষণীয় করে তোলার জন্য একটি কমপ্লেক্স গড়ে তোলার কর্মসূচী নেয়। এই কমপ্লেক্সের কাজ বাস্তবায়নের জন্য ৩০ একর জমির উপর মুজিবনগর কমপ্লেক্স স্থাপন প্রকল্পের কাজ হয়।          
"সেদিনের স্মৃতি"
 ১৯৭১ সালের ১৭ এপ্রিল দিনটি ছিল শনিবার । বাংলাদেশ সরকারের শপথ গ্রহনের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। পাক বাহিনীর বিমান হামলার আশংকায় এই গোপনীয়তা। শুধুমাত্র তখন কলকাতায় প্রেসক্লাবে হাজির থাকতে বলা হয়। সকাল ৬টার মধ্যেই কলকাতা প্রেসক্লাবে কয়েকশ বিদেশী ও ভারতীয় সাংবাদিক এবং টিভি ক্যামেরাম্যান ভিড় জমায়। বাংলাদেশের পক্ষে একজন কর্মকর্তা প্রেসক্লাবে হাজির হয়ে সাংবাদিকদের স্বাগত জানান। তিনি সাংবাদিকদের আগাম কোন কিছু না জানিয়ে শুধুমাত্র তাদের গাড়ি অনুসরন করতে অনুরোধ করেন।  সাংবাদিকগন তখনও জানেন না, তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের এক দুলর্ভ ঘটনার সংবাদ কভার করতে যাচ্ছে। কলকাতা শহর পার হয়ে গাড়ির বহর কৃষ্ণনগর শহর অভিমুখে রওনা হয়। তারপর কৃষ্ণনগর পার হয়ে বাংলাদেশের সীমান্তের দিকে আগাইতে থাকে । দীর্ঘ পথ পাড়ি দিয়ে গাড়ির বহর আঁকাবাঁকা কাঁচা পথ ধরে বাংলাদেশের ভিতর প্রবেশ করে। এক সংগে মেটো পথে এত গাড়ি চলায় চারিদিক ধূলায় আচ্ছাদিত হয়ে যায়। সবাই হাজির হলেন তৎকালীন কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার বিশাল আমবাগানে । এককালের এক হিন্দু জমিদারের এই আমবাগানের নতুন নাম করণ করা হয় মুজিবনগর। সকাল হতে বিশাল ছায়াবন আমবাগানে উৎসুক জনতার ভিড়। খালি গায়ে ছেলেরা বসে আসে আমবাগানের ডালে ডালে। কিন্ত কেউই জানে না, তারা কোন  ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করার সৌভাগ্য অর্জন করতে যাচ্ছেন। সেখানে পৌছে  সবাই জানতে পারলেন বিষয়টি।
          ১৯৫৭ সালের ২৩ জুন পলাশীর এমনি এক আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। ঠিক এর ২১৪ বছর পর পলাশীর অদুরে আরেক আমবাগানে বাংলাদেশের স্বাধীনতার নতুন সূর্য উদিত হতে যাচ্ছে। আম বাগানের চারিদিকে রাইফেল হাতে কড়া প্রহরা বসিয়েছিল বীর মুক্তিযোদ্ধারা। উৎসাহী জনতা দেখছে ঐতিহাসিক মুহুর্তটি। টিভি ক্রু ও ফটো সাংবাদিকরা মন ভরে ছবি তুলছেন। মুক্ত আকাশের নিচে চৌকি পেতে তৈরি করা হয়েছে শপথ মঞ্চ। মঞ্চের উপর সাজানো ৬ খানা চেয়ার । বামপাশে কয়েকখানা চেয়ার ছিল সাংবাদিকদের জন্য। অনুষ্ঠানের প্রবেশ পথে বাংলায় লেখা স্বাগতম। স্থানীয় সময় বেলা ১১টা বেজে ৫০ মিনিটে নতুন রাষ্ট্রের নেতারা এলেন জীপে চড়ে। জনতা জয়বাংলা শ্লোগান তুলে ফেটে পড়লো । মঞ্চে  উঠে এলেন অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম । তার পিছনে তাজউদ্দিন আহমেদ ,খন্দকার মোশতাক আহমেদ ,এ এইচ এম কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী ও জেনারেল এজি ওসমানি। আসন গ্রহণপর্ব শেষে অনুষ্ঠানসূচী ঘোষনা করলেন এম এ মান্নান । বর্তমানে মুজিবনগর ডিগ্রী কলেজের শিক্ষক বাকের আলির পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে মুল অনুষ্ঠান শূরু হয় ।  আওয়ামীলীগের সংসদীয় দলের চীফ হুইপ ইউসুফ আলি ঐতিহাসিক দলিল স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেন। এর সাথে সাথে অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী পদে তাজউদ্দিন আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী পদে খন্দকার মোসতাক আহমেদ,স্বরাষ্ট্রমন্ত্রী পদে এইচ এম কামরুজ্জামান এবং অর্থমন্ত্রী হিসেবে ক্যাপ্টেন মনসুর আলির নাম ঘোষনা করেন। আর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও সেনাবাহিনীর চীফ অব স্টাফ পদে যথাক্রমে এজি ওসমানী ও জেনারেল আব্দুর রবের নিয়োগের ঘোষনা দেয়া  হলো। এরপর নতুন সরকার অস্থায়ী প্রেসিডেন্ট, মন্ত্রীবর্গ ও সেনাবাহিনী প্রধানকে শপথবাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলি । তবে এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান উপস্থিত না থাকলেও বার বার উচ্চারিত হয় তার নাম। শপথ গ্রহনের পর অস্থায়ী প্রেসিডেন্ট ও মন্ত্রী পরিষদের সদস্যবর্গকে একদল মুক্তিযোদ্ধা আনসার তেজোদ্দীপ্ত ভঙ্গীতে গার্ড অব অনার প্রদান করেন। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেন, আমরা যা কিছু করেছি সবই মুজিবের নির্দেশে। এ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন মেহেরপুরের মরহুম অধ্যাপক আসাদুল হক, পিন্টু বিশ্বাস, শাহাবদ্দিন সেন্টু প্রমুখ। এ অনুষ্ঠান থেকে অস্থায়ী প্রেসিডেন্ট ও প্রধান মন্ত্রী বিশ্ববাসীর কাছে নতুন রাষ্ট্রের কুটনৈতিক স্বীকৃতি দান ও সামরিক সাহায্যের আবেদন জানান। বাংলাদেশের ১৬৯ জন জাতীয় সংসদ সদস্যের মধ্যে ১৬৭ জন উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক সরকার গঠনের পর সকলেই ভারতে চলে যান।
মুজিবনগর দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলার জনগনের দাবি
           ১৭ এপ্রিল  ঐতিহাসিক মুজিবনগর দিবস  উপলক্ষে মেহেরপুর জেলার জনগনের দীর্ঘদিনের বেশকিছু দাবি  আছে। দাবিগুলো হলো, মেহেরপুরের মুজিবনগর /বুড়িপোতা -ভারতের চাপড়া, নদীয়া স্থল বন্দর স্থাপন। মেহেরপুর/মুজিবনগরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। মেহেরপুর/মুজিবনগরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন। মেহেরপুর/মুজিবনগরে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন। গ্যাস সংযোগ। মেহেরপুর/ মুজিবনগরে ১৩২ কেভি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন।  বাইপাস সড়ক নির্মান। মেহেরপুর-দর্শনা-চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রেললাইন স্থাপন। ১৭ এপ্রিল মুজিবনগর দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা। অন্যান্য দাবিসমূহের মধ্যে আছে, মেহেরপুর সরকারি কলেজে অনার্সে নতুন সাবজেক্ট চালুসহ মার্স্টাস কোর্স চালুকরণ।  মেহেরপুর জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠাকরণ। এসব দাবি  মেহেরপুর জেলাবাসীর দীর্ঘদিনের। আজো বাস্তবায়ন হয়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post