অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫কে ইউরোপে মোতায়েন করবে মার্কিন বিমান বাহিনী। ন্যাটো বাহিনীর যৌথ মহড়ায় অংশ গ্রহণের জন্য এ বিমান মোতায়েন করা হবে।
ইউরোপের কোথায় এ বিমান বহরকে মোতায়েন করা হবে পেন্টাগন তা জানায় নি। অবশ্য মার্কিন উটাহ্ বিমান বন্দর থেকে অল্প সংখ্যক এফ-৩৫ বিমান পাঠানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
মহড়া শেষেই এ বিমানের বহর মার্কিন যুক্তরাজ্যে ফিরে আসবে না। বরং কথিত রুশ আগ্রাসন ঠেকানোর জন্য আরো কয়েক সপ্তাহ ইউরোপে অবস্থান করবে বলে জানানো হয়েছে।
মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন এ মোতায়েনের পদক্ষেপ নিয়েছিল। পেন্টাগন বলেছে, ব্যয় বহুল এ বিমানকে ভবিষ্যত মোতায়েনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়।#