পেন্টাগনকে অবাধে ড্রোন হামলা চালানোর স্বাধীনতা দিতে চাইছে ট্রাম্প প্রশাসন
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ড্রোন হামলা চালানো জন্য পেন্টাগনকে অবাধ স্বাধীনতা দেয়ার কথা চিন্তা করছে। মার্কিন ড্রোন হামলা নিয়ে পেন্টাগনের ওপর আরোপিত বিধি-নিষেধ আরো শিথিল করার পরিকল্পনা নেয়া হয়েছে। মার্কিন ড্রোন হামলায় বেসামরিক এবং নিরীহ মানুষ নিহত হওয়াকে ঠেকাতে নাম মাত্র বিধি-নিষেধ রয়েছে। এবারে এ সব তুলে দিয়ে ড্রোন হামলাকে আরো অবাধ এবং নির্বিচার করতে চাইছে মার্কিন নতুন প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে দৈনিক ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে, ড্রোন হামলা সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের নীতি সংক্রান্ত দিকনির্দেশনা বা পিপিজি পর্যালোচনার শেষ পর্যায়ে রয়েছেন ট্রাম্পের বিশেষজ্ঞরা। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এ দিকনির্দেশনা প্রণয়ন করেছিলেন। এতে, ড্রোন হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার বিষয়ে নাম মাত্র বাধা-নিষেধ আরোপ করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প প্রশাসন এ সব বিধি-নিষেধও শিথিল করতে চাইছে। আর এতে ড্রোন হামলা চালানোর ক্ষেত্রে আরো অবাধ স্বাধীনতা লাভ করবে পেন্টাগন।#