ফ্রান্সে স্কুলে ছাত্রের হামলায় প্রধান শিক্ষকসহ আহত ৪
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাসের একটি হাইস্কুলে প্রকাশ্যে এক ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে বেপরোয়া গুলি চালিয়ে প্রধানশিক্ষকসহ অন্তত চারজনকে আহত করেছে। খবর বিবিসির।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে টকেভিল নামে হাইস্কুলটিতে ১৭ বছর বয়সী ওই ছাত্র এ হামলা চালায় বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী নাজাত ভাল্লাউদ বেল কাসেম গণমাধ্যমকে জানান,স্কুলের হেডমাস্টারই হামলার লক্ষ্য ছিল বলে ধারণা পুলিশের। হামলার পরপরই কমান্ডো ও এলিট ফোর্সের সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে।
এরপরই তারা ছাত্রটিকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি রাইফেল, দুটি হাতবন্দুক এবং দুটো গ্রেনেড উদ্ধার করে।
দ্বিতীয় আর কোনও হামলাকারী আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। নিস শহর থেকে ২৭ মাইল দূরের গাহাসো শহরের স্কুলে এ ঘটনা ঘটে।
গত জুলাইয়ে নিস শহরে ট্রাক হামলায় ৮৬ জনের মৃত্যু হয়।গত ১৮ মাসে একের পর এক প্রাণঘাতী হামলার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রয়েছে।