হিজাবে নিষেধাজ্ঞার পক্ষে ইইউ কোর্ট
লুক্সেমবার্গ: নিয়োগকর্তারা চাইলে মুসলিম মহিলা কর্মীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন। কর্মক্ষেত্রে মহিলারা হিজাব পরে কাজ করতে পারবেন কিনা এই সংক্রান্ত এক মামলায় ফার্স্ট ডিসিশনে জানাল ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ আদালত। এই রায়ের সুদূরপ্রসারী ফল হতে পারে। নেদারল্যান্ডসে সাধারণ নির্বাচনে মুসলিম শরণার্থী একটি বড় ইস্যু। তাছাড়া ইউরোপ জুড়ে শরণার্থীদের হয়রানি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই অবস্থায় ইউরোপের কোর্ট অব জাস্টিসের (ইসিজে) রায় নানা দিক থেকেই তাৎপর্যপূর্ণ।
সম্প্রতি ফ্রান্স এবং বেলজিয়ামে দুই মুসলিম মহিলাকে হিজাব খুলে কাজ করতে বলা হয়। নির্দেশ অমান্য করলে তাঁদের বরখাস্ত করা হয়। তাঁদের করা মামলায় যৌথ রায় দিতে গিয়ে ইসিজে জানিয়েছে, ‘কোনও রাজনৈতিক, দার্শনিক বা ধর্মীয় প্রতীকের ওপর কোনও সংস্থার নিষেধাজ্ঞা জারির নিয়ম সরাসরি কোনও বৈষম্যের মধ্যে পড়ে না।’ মুসলিম মহিলাদের হিজাব পরা কোনওমতেই কাজের প্রয়োজনে হতে পারে না। তাই তাঁকে হিজাব পরতে দেওয়াটা নিয়োগকর্তার ইচ্ছার ওপর নির্ভর করে।