Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাশিয়া চাঁদে পাঠানোর লক্ষ্যে নভোচারী নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছে






 রাশিয়া চাঁদে পাঠানোর লক্ষ্যে নভোচারী নিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছে। গতকাল থেকে শুরু হওয়া এ তৎপরতা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে।

নভোচারী নিয়োগের এই উন্মুক্ত প্রতিযোগিতা শুরু করেছে রুশ মহাকাশ সংস্থা রোসকোমোস। নিয়োগপ্রাপ্ত নভোচারী টিমকে নভোযান ফেদেরাতসিয়া চালিয়ে চাঁদে যেতে হবে। রোসকোমোসের প্রথম উপপ্রধান নির্বাহী কর্মকর্তা আলেকজান্ডার ইভানভ এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫ মার্চ থেকে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি বছরের শেষ পর্যন্ত তা অব্যাহত থাকবে।

নির্বাচন প্রক্রিয়ার ফলাফল ডিসেম্বরে প্রকাশ করা হবে এবং এর মাধ্যমে ছয় থেকে আট প্রশিক্ষণার্থীকে বেছে নেয়া হবে বলেও জানান তিনি। মহাকাশ বা বিমান প্রযুক্তি পরিচালনা সম্পর্কে জ্ঞান আছে এবং এ বিষয়ে ঝোঁক আছে -এমন সেরা বিশেষজ্ঞদের বেছে বের করা এ প্রক্রিয়ার উদ্দেশ্য বলে জানান তিনি। ইভানভ আরো বলেন, এভাবে যাদের বেছে নেয়া হবে তারাই ভবিষ্যতে রুশ মহাকাশযান ফেদেরাতসিয়া পরিচালনাকারী প্রথম পাইলট হবেন।

প্রার্থীদের শিক্ষা ও পেশাগত দক্ষতা, স্বাস্থ্য, মনস্তাত্ত্বিক ও দৈহিক সক্ষমতা খুঁটিয়ে পরীক্ষা করা হবে। রোসকোমোসের বিবৃতিতে আরো বলা হয়েছে, নির্বাচিত সবাইকে আন্তর্জাতিক মহাকাশ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দেয়া হবে।

রুশ কোরোলেভ রকেট অ্যান্ড স্পেস কর্পোরেশন বা আরএসসি এনারজিয়া ফেদেরাতসিয়া’র দু’টি সংস্করণ তৈরি করছে। এর একটি চার  জনকে অন্যটি ছয়জন নভোচারিকে বহন করতে পারবে।

এদিকে, পৃথিবীর নিম্নকক্ষ পরিক্রম এবং চাঁদে নামতে সক্ষম মহাকাশ যান তৈরি করছে চীন। এছাড়া, চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং ব্ল অরিজিন এবং মহাকাশ এক্স  ক্যাপসুল তৈরি করছে। এ দুই দেশকে পরাজিত করে চাঁদে পাঠানোর প্রতিযোগিতায় প্রথম হওয়ার লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে রাশিয়া।#
 






«
Next
Newer Post
»
Previous
Older Post