বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকার অধিনায়ক রঙ্গনা হেরাথ।
বাংলাদেশ দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে। আগের টেস্ট থেকে বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া বাদ পড়েছেন উইকেট কিপার কাম ব্যাটসম্যান লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ।
এদের জায়গায় দলে ঢুকেছেন সাব্বির রহমান, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম।
অন্যদিকে শ্রীলংকা দলে একটি পরিবর্তন আনা হয়েছে। লাহিরু কুমারার জায়গায় দলে স্থান পেয়েছেন ধনঞ্জয় ডি সিলভা।
প্রথম টেস্টে বাংলাদেশ ২৫৯ রানে হেরে যায়।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শুভাশিষ রায়।