দামাস্কাসে আদালতে বিস্ফোরণ, নিহত ২৫
বেইরুট: দামাস্কাসের আদালতে আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনাস্থলেই ২৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এক সপ্তাহে ৫ বার বিস্ফোরণ ঘটল দামাস্কাসে। আদালতে বিচার চলাকালীন বিস্ফোরণটি ঘটে। পুলিসের কাছে ধরা পড়ে গিয়েছিল ওই ব্যক্তি। তারপরেই ওই ব্যক্তি সুইচ অন করে বোমাটি সক্রিয় করে। আহত হয়েছেন একাধিক। এতটাই তীব্র ছিল বিস্ফোরণ যে আদালত কক্ষের দরজা জানালা পর্যন্ত টুকরো টুকরো হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিচারকের চেয়ারটি। কিন্তু সৌভাগ্যবশত বিচারক আহত হয়েছেন। কারণ বিস্ফোরণকারীকে পুলিস ধরে ফেলার পরেই বিচারককে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। বিস্ফোরণের দায় স্বীকার করেছে তাহরির–অল–শাম নামে স্থানীয় এক জঙ্গি সংগঠন।
বিস্ফোরণের পর আগুণ জ্বলছে দামাস্কাসের আদালত চত্ত্বরে।