Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুর জেলার মেহেরপুর সদর. গাংনী, মুজিবনগর সহ তিন্ উপজেলার টুকরো খবরগুলো দেখুন ///// আপনী ও শেয়ার করুন





মেহেরপুর জেলার মেহেরপুর সদর. গাংনী, মুজিবনগর সহ তিন্ উপজেলার টুকরো খবরগুলো দেখুন ///// আপনী ও শেয়ার করুন

  ষ্টাফ রিপোটার//
মেহেরপুরে ই-গর্ভামেন্ট নেটওয়ার্ক সংক্রান্ত প্রশিক্ষণ
  জেলা পর্যায়ে জেলা ই-গর্ভামেন্ট নেটওয়ার্ক ব্যবহার সংক্রান্ত এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল দশটার দিকে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

জাতীয় কম্পিউটর কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাশিদুল মান্নাফ কবিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
  মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের মাঠ থেকে মোশারফ হোসেন (৪৫) নামের এক কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের মারধরে আহত হয়েছেন মোশারফ হোসেনের সঙ্গীয় কৃষক আলফাজ উদ্দীন (৩৮)। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঘাস ক্ষেতে সেচ দেয়ার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মাঠে নিজের স্যালো ইঞ্জিন চালিত সেচ পাম্প থেকে ঘাস ক্ষেতে সেচ দিচ্ছিলেন কৃষক মোশারফ হোসেন। রাত সাড়ে নয়টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা মোশারফ ও তার সঙ্গীয় কৃষক আলফাজকে মারধর করে। আহত অবস্থায় আলফাজকে ফেলে রেখে মোশারফকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে গ্রামের লোকজন আলফাজকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাস্থলের আশেপাশের মাঠে অভিযান চালাচ্ছে পুলিশের কয়েকটি দল।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই মাঠ ও এর আশেপাশে তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত মোশারফ হোসেনকে উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।


  মেহেরপুরের গাংনীতে আগুনে পুড়ে ডলি খাতুন (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বাওট কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ডলি খাতুন বাওট গ্রামের মিনারুল ইসলামের স্ত্রী। নিহতের স্বজনরা জানান,প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে ডলি খাতুন। ভোরের দিকে কয়েলের আগুন ছড়িয়ে পড়ে তার বিছানায় এ সময় অগ্নিদগ্ধ হয় ডলি খাতুন। পরে চিকিৎসার জন্য কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ টার সময় মারা যায় সে


  মেহেরপুর গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে আখি খাতুন (১৫) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় পরিবার। অসুস্থতাজনিত কারণে সে আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের।
আখি খাতুন জোড়পুকুরিয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে সে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। বুধবার সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তদন্তে বিষয়টি আত্মহত্যা বলে বিবেচিত হয়েছে। তাই এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।



  কৃষি বিভাগ ও কৃষকদের আন্তুরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে। কিন্তু প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। আগামির চ্যালেঞ্জ মোকাবেলায় ফসলের নতুন জাত সম্প্রসারণে কৃষি বিভাগ, কৃষি গবেষক ও কৃষকদের আরো আন্তরিক হওয়ার আহবান জানালেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। খরিফ-১ মৌসুমে উফসী আউশ ও নেরিকা আউস চাষের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই আহবান জানান।
বক্তৃতায় তিনি আরো বলেন, কৃষি গবেষকদের গবেষণা, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রচেষ্টা ও কৃষকদের আগ্রহের কারণে উচ্চ ফলনশীল ফসল আবাদ হচ্ছে। যার কারণে একদিকে যেমনি কৃষকরা লাভবান হচ্ছেন অন্যদিকে খাদ্য উৎপাদন গতিশীল হচ্ছে। এ ধারা অব্যহত রাখতে পারলে দেশের খাদ্য উৎপাদন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে।
গাংনী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে বুধবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গাংনী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, গাংনী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ ও পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।
উফসী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ টাকা প্রদান করা হয়। এ কর্মসুচীর আওতায় উফসী আউশ ৮৩০ জন ও নেরিকা আউশ ১০০ জন চাষীকে উপকরণ দেয়া হচ্ছে।


মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে হরাইজন টেকনো লিমিটেডের সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত প্রথম বিভাগ ভলি লীগে গাংনী পৌর ভলিবল একাদশ জয়লাভ করেছে।
 বুধবার বিকালে অনুষ্ঠিত খেলায় গাংনী পৌর ভলিবল একাদশ ২-১ সেটে রাজনগর যুব সংঘকে পরাজিত করে
 
মেহেরপুর প্লেয়াস স্পোটস জোানের উদ্যোগে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত তাপস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কিংস ইলেভেন জয়লাভ করেছে।
 বুধবার অনুষ্ঠিত খেলায় কাজলা ক্রীড়া চক্র ৫ উইকেটে রায়পুর ক্রিকেট একাডেমীকে পরাজিত করেন। টচ জিতে প্রথমে ব্যাট করতে নেমে রায়পুর একাদশ ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ডালিম ২১ রান সংগ্রহ করেন। কিংস ইলেভেনের পক্ষে সোহরাব ৩ উইকেট লাভ করে। জবাবে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছে যায। দলের পক্ষে পাপন ৫৮ রান করেন। রায়পুরের পক্ষে লালন ও বোরহান ২টি করে উইকেট দখল করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post